DA Case: ডিএ মামলা নিয়ে বড় আপডেট সুপ্রিম কোর্টে, তারপরেও হাহুতাশ সরকারি কর্মীদের

কেন্দ্র সরকারি কর্মীদের ডিএ বাড়ছে হুহু করেছে। রাজ্যের সরকারি কর্মীদের ডিএ বা মহার্ঘ ভাতা (Dearness Allowance) মামলা ঝুলে রয়েছে সুপ্রিম কোর্টে। জানুয়ারি মাসে মামলাটি শুনানির জন্য উঠতে পারে। ডিএ নিয়ে রাজ্যের সরকারি কর্মীদের মধ্যে রয়েছে হতাশার সুর।

 

Saborni Mitra | Published : Oct 27, 2024 11:58 AM
110
সুপ্রিম কোর্টে ডিএ মামলা

সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে রাজ্যের সরকারি কর্মীদের ডিএ বা মহার্ঘ ভাতা (Dearness Allowance) মামলা। ২০২২ সালের নভেম্বর মাস থেকেই এই মামলা সুপ্রিম কোর্টে বিচরাধীন।

210
শুনানি জানিয়ারিতে

রাজ্যের সরকার কর্মীদের মহার্ঘ ভাতা মামলার শুনানি হবে ৭ জানুয়ারি ২০২৫ সালে। অর্থাৎ নতুন বছরে হবে শুনানি। এখনও হাতে ২ মাসেরও বেশি সময়।

310
শেষ শুনানি

রাজ্যের সরকারি কর্মীদের ডিএ মামলার শেষ শুনানি হয়েছিল চলতি বছর ১৫ জুলাই।

410
শুনানিতে আদালতের পর্যবেক্ষণ

শেষ শুনানিতে আদালতের পর্যবেক্ষণ ছিল ডিএ মামলার বিস্তারিত শুনানির প্রয়োজন রয়েছে। এই মামলার সঙ্গে অন্যান্য ভাতার বিষয়টিও যুক্ত করা হয়েছে।

510
হতাশা সরকারি কর্মীদের

ডিএ মামলার জানুয়ারিতে সুপ্রিম কোর্টে শুনানির জন্য উঠলেও হতাশা রয়েছে সরকারি কর্মীদের। কারণ মামলার কতটা দ্রুত শুনানি হবে তাই নিয়ে রয়েছে প্রশ্ন।

610
বারবার এজলাস বদল ডিএ মামলার

সরকারি কর্মীদের কথায় ডিএ মামলার এজলাস বা বেঞ্চ বারবার বদল করা হয়েছে। প্রথমে এই মামলা উঠেছিল বিচারপতি দীনেশ মাহেশ্বরী ও বিচারপতি ঋষিকেশ রায়ের বেঞ্চে।

710
বেঞ্চ বদল

পরে বেঞ্চ বদল হয়। বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি দীপঙ্কর দত্তের এজলাসে মামলাটি ওঠে। মার্চে মামলাটি ওঠে বিচারপতি দীনেশ মাহেশ্বরী এবং বিচারপতি সঞ্জয় কুমারের এজলাসে। ২০২৩ সালেরই এপ্রিল মাসে ডিএ মামলার শুনানি শেষবারের মতো উঠেছিল এই দুই বিচারপতির এজলাসে।

810
বিচারপতির অবসর

এরই মধ্যে বিচারপতি দীনেশ মাহেশ্বরী অবসর নিয়েছেন। এবার অবসরের পালা ঋষিকেশ রায়ের। তাঁর অবসর নেওয়ার কথা ৩১ জানুয়ারি ২০২৫।

910
আবার বেঞ্চ বদল?

৭ জানুয়ারি শুনানির মাত্র কয়েক দিন পরেই অবসর নেবেন বিচারপতি। তাই মামলার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন সরকারি কর্মীদের।

1010
রাজ্যের আবেদন

উচ্চ আদালতের ডিএ রায়কে চ্যালেঞ্জ জানিয়ে রিভিউ পিটিশন দাখিল করেছিল রাজ্য। যদিও তা খারিজ হয়ে যায়। এরই মাঝে তিনটি রাজ্য সরকারি কর্মচারী সংগঠন রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলার দায়ের করে। সেই মামলার মধ্যেই পাল্টা সুপ্রিম কোর্টে যায় রাজ্য।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos