"স্থানীয় এক বাসিন্দা মধুসূদন মণ্ডলের কথায়, "এই বটগাছের নিচেই মায়ের মূর্তি ছিল এবং এই মা একজনকে স্বপ্নাদেশ দেয় যে এখানেই তাঁর মন্দির প্রতিষ্ঠা করে পুজো করার জন্য । তৎকালীন সময় এই এলাকা ঘন জঙ্গলে ঢাকা ছিল এবং আমরা প্রত্যেকদিন বাঘের পায়ের ছাপ দেখতে পেতাম । কিন্তু মায়ের আশীর্বাদে আমাদের কোনওপ্রকার ক্ষতি হয়নি । এই মা খুবই জাগ্রত ৷ পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে পুজো দিতে আসে । কালীপুজোর সময় বিশেষ পুজোর ব্যবস্থা করা হয় ।"