৫৫% মহার্ঘ ভাতা দিতে হবে বাংলার সরকারি কর্মীদের, সুপ্রিম কোর্টে আজ 'চূড়ান্ত' শুনানির আশা

Published : May 15, 2025, 08:50 PM ISTUpdated : May 16, 2025, 08:16 AM IST

DA Case at Supreme Court: সুপ্রিম কোর্টে বুধবার ওঠার কথা ছিল এই মামলা। কিন্তু মামলাটি পিছিয়ে যায়। তারপর থেকেই মনে করা হচ্ছে শুক্রবারই উঠতে পারে মামলা। 

PREV
110
আজ ডিএ মামলার শুনানি

সুপ্রিম কোর্টে আজ, শুক্রবার উঠতে পরে রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলা।

210
বুধবার শুনানি হয়নি

সুপ্রিম কোর্টে বুধবার ওঠার কথা ছিল এই মামলা। কিন্তু মামলাটি পিছিয়ে যায়। তারপর থেকেই মনে করা হচ্ছে শুক্রবারই উঠতে পারে মামলা।

310
বিকাশ ভট্টাচার্য জানিয়েছেন

বিকাশ ভট্টাচার্য জানিয়েছেন,তাঁদের অনুরোধে শুক্রবার মামলাটি শুনানি স্থির করা হয়েছে। তিনি জানিয়েছেন, সুপ্রিম কোর্ট জানিয়েছে আর তারিখ বদল করা হবে না। তিনি আশা প্রকাশ করেছেন আজই মামলার চূড়ান্ত শুনানি হবে।

410
মামলা পিছিয়ে যাওয়ায় সমস্যা

বিকাশরঞ্জন ভট্টাচার্য জানিয়েছেন, এই মামলাটি বারবার পিছিয়ে যাওয়ায় আন্দোলনের নেতাদের সমস্যায় পড়তে হচ্ছে। তাদেরও সমস্যা হচ্ছে।

510
রাজ্যের আইনজীবী

রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলায় রাজ্যের আইনজীবী অভিষেক মনু সিংভি। আর রাজ্য সরকারি কর্মীদের একাংশের আইনজীবী বিকাশ ভট্টাচার্য ও ফিরদৌস শামিম।

610
শুনানি পিছিল

সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলার শুনানি এই পর্যন্ত ১৮ বার পিছিয়ে। কখনও রাজ্য সরকারের আইনজীবীর সমস্যা কখনও আবার সুপ্রিম কোর্টের সময়ের অভাব।

710
৫৫ শতাংশ ডিএর দাবি

রাজ্য সরকারি কর্মীদের দাবি কেন্দ্রের সঙ্গে সমহারে ডিএ। অর্থাৎ ৫৫ শতাংশ হারে ডিএ চেয়েছিল।

810
কলকাতা হাইকোর্টের রায়

কলকাতা হাইকোর্ট তাদের পক্ষে রায় দিয়েছিল। কিন্তু রাজ্য সরকার সেই রায়কে  চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়।

910
ডিএর জন্য আন্দোলন

রাজ্য সরকারি কর্মীর ডিএর দাবিতে দীর্ঘ দিন ধরেই আন্দোলন করছে। আইনি লড়াইয়ের পাশাপাশি অবস্থান বিক্ষোভ, কর্মবিরতিও চলছে।

1010
রাজ্য় সরকারি কর্মীদের দাবি

রাজ্য সরকারি কর্মীদের দাবি কেন্দ্রের সঙ্গে সমহারে ডিএ। কলকাতা হাইকোর্ট তাদের পক্ষে রায় দিয়েছিল। কিন্তু রাজ্য সরকার চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়।

Read more Photos on
click me!

Recommended Stories