সুপ্রিম কোর্টে আগামী ২৬ অগস্ট ফের উঠবে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বা ডিএ মামলার শুনানি। এই শুনানিকে কেন্দ্র করে রাজ্যের সরকারি কর্মীদের মধ্যে যথেষ্ট আশা তৈরি হয়েছে। রাজ্য সরকারি কর্মীদের একাংশের মতে এবারের শুনানি খুবই গুরুত্বপূর্ণ। কারণ এবার বকেয়া ডিএ নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারে সুপ্রিম কোর্টে।
25
রাজ্য সরকারি কর্মীদের আশার কারণ
রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলা নিয়ে আশার কারণ হল, এবার সুপ্রিম কোর্টে ডিএ মামলা দৈনন্দিন কার্যতালকার চার নম্বর আইটেম হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। এি খুবই গুরুত্বপূর্ণ। কারণ মামলাটিকে সুপ্রিম কোর্ট যে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে তা আর বলার অপেক্ষা রাখে না। আগামী মঙ্গলবার এই মামলাটি দীর্ঘ সময় ধরে শুনানি হতে পারে। তেমনই মনে করেছে রাজ্য সরকারি কর্মীদের একাংশ।
35
পুরনো বিচারপতির বেঞ্চে ফিরছে ডিএ মামলা
সুপ্রিম কোর্টের পুরনো বিচারপতির বেঞ্চে ফিরছে ডিএ মামলা। ২৬ অগস্ট ডিএ মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় করোল ও বিচারপতি সন্দীপ মেহতার ডিভিশন বেঞ্চে। এর আগে সরকারি কর্মীদের পক্ষেই রায় দিয়েছিল এই বেঞ্চ। এই বেঞ্চই গত ১৬ মে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিল রাজ্যের সরকারি কর্মীদের বকেয়া ২৫% ডিএ মিটিয়ে দিতে। তাই রাজ্য সরকারি কর্মীরা আশা করেছেন এবারও সুপ্রিম কোর্টের এই বেঞ্চ তাদের পক্ষে বড় কোনও সিদ্ধান্ত নিতে পারে।
এবার মূল ডিএ মামলার সঙ্গে আরও তিনটি মামলা যুক্ত হচ্ছে। যার মধ্যে রয়েছে রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা। ডিএ ইস্যুতে রাজ্য সরকারের বিরুদ্ধে তিনটি আদালত অবমাননার মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলাগুলিরও শুনানি হবে মূল ডিএ মামলার সঙ্গে। আইনজীবীদের একাংশের মতে সুপ্রিম কোর্ট যদি দেখে রাজ্য সরকার কঠোর ভাবে আদালত অবমাননা করেছে তাহলে দ্রুত বকেয়া ২৫% ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিতে পারে।
55
প্রত্যাশা বাড়ছে
বিচারপতি সঞ্জয় করোল ও সন্দীপ মেহতার বেঞ্চে ডিএ মামলার ফেরার কারণে আশার আলো দেখছে রাজ্যের সরকারি কর্মীরা। তাদের কথায় এবার ডিএ নিয়ে বড় কোনও সিদ্ধান্ত নিতে পারে সুপ্রিম কোর্ট। রাজ্য সরকারি কর্মীদের দাবে কেন্দ্রের সঙ্গে সমহারে ডিএ। যদিও রাজ্য ও কেন্দ্রের মধ্যে ডিএ ফারাক এখন প্রায় ৩৭%। রাজ্য সরকারি কর্মীরা দীর্ঘদিন ধরেই ডিএ-র দাবিতে আন্দোলন করেছে। পাশাপাশি আইনি লড়াইও চালিয়ে যাচ্ছে।