সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গে একাধিক জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা। মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী কয়েকদিন ধরে সারা পশ্চিমবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। দক্ষিণবঙ্গের পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা সহ একাধিক জেলায় এক-দু’টি স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়া কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ সহ অন্যান্য জেলাতেও প্রবল বর্ষণ ও বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেও জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং ও কালিম্পং জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।