ডিএ মামলায় ফের কবে শুনানি? মিলল তারিখ! বড় আপডেট বাংলার সরকারি কর্মীদের জন্য

Published : Aug 27, 2025, 02:52 PM IST

পশ্চিমবঙ্গের কর্মরত এবং সরকারি পেনশনভোগীদের অপেক্ষা যেন শেষ হওয়ারই নাম নিচ্ছে না। যত সময় এগোচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের বকেয়া মহার্ঘ্য ভাতা বা ডিএ মামলার জট যেন আরও বেড়েই চলেছে। তবে এবার মিলল পাকা খবর। এই দিনের মধ্যেই নাকি শেষ করে দেওয়া হবে শুনানি।

PREV
18

সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে পশ্চিমবঙ্গ ডিএ মামলা। আর এদিকে, বর্তমানে এই মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন। অগাস্টে পরপর দু’বার সুপ্রিম কোর্টে পিছিয়ে যায় রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মামলার (Dearness Allowance) শুনানি।

28

সাংবিধানিক বেঞ্চে বিচারাধীন অন্য একটি মামলায় ব্যস্ত থাকায় শুনানি পিছিয়ে দেওয়ার আর্জি জানানো হয় রাজ্যের তরফে। সেই মত শুনানির দিন পিছিয়ে দেয় শীর্ষ আদালত।

38

এর আগে গত ১২ আগস্ট মামলার শুনানিতে রাজ্য সরকারের পক্ষে ফের বক্তব্য পেশ করার কথা ছিল। কিন্তু রাজ্য সরকারের আইনজীবী কপিল সিবল অন্য মামলায় ব্যস্ত থাকার কারণে ওই দিন উপস্থিত থাকতে পারেননি। বিচারপতিরা তখন ২৬ আগস্ট পরবর্তী শুনানির দিন ধার্য করেন।

48

কিন্তু মঙ্গলবার মামলার শুনানি হবে কিনা তা নিয়ে ধন্দ ছিল। এর কারণ আজকের শুনানিতে বেঞ্চের দ্বিতীয় বিচারপতির পরিবর্তন হয়েছে। প্রশান্ত মিশ্রর জায়গায় এসেছেন সন্দীপ মেহতা। যদিও তিনি এর আগে বিচারপতি সঞ্জয় কারোলের সঙ্গে ডিএ মামলা শুনেছিলেন। কিন্তু বিচারপতি মিশ্রর মতো মামলার খুঁটিনাটি সম্পর্কে তাঁর ধারণা কম। সেইজন্য নতুন করে এই মামলা আবারও একবার পিছিয়ে গেল বলে মনে করা হচ্ছে।

58

তবে এও জানা যাচ্ছে যে, রাজ্যের আইনজীবী অন্য একটি মামলায় ব্যস্ত থাকায় আজকের শুনানি পিছিয়ে দেওয়া হয়েছে। পাওয়া তথ্য অনুযায়ী, সাংবিধানিক বেঞ্চে বিচারাধীন অন্য একটি মামলায় ব্যস্ত থাকার কারণে রাজ্য সরকারের আইনজীবীরা শুনানি পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়েছিলেন।

68

শোনা গিয়েছিল, সেপ্টেম্বরের শুরুতে আগামী কোনও সোম বা শুক্রবার এই মামলার শুনানি হতে পারে। এবার রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বললেন, আগামী শুক্রবার বা সোমবার বকেয়া ডিএ মামলা শেষ করার আভাস মিলেছে।

78

বিচারপতি সঞ্জয় কারোল ও বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের ডিভিশন বেঞ্চে যে কোনও শুক্রবার বা সোমবার টানা শুনানি হতে পারে বলে জানা যাচ্ছে। গতকাল পার্ট-হার্ডের প্রশ্ন ওঠে সুপ্রিম কোর্টে। বিচারপতি সঞ্জয় কারোল ও বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানির সম্ভাবনা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে।

88

দীর্ঘ ডিএ মামলা

এই বকেয়া ডিএ মামলা বিগত কয়েক বছর ধরে চলছে। সুপ্রিম কোর্টের তরফে পশ্চিমবঙ্গ সরকারকে বকেয়া মহার্ঘ্য ভাতার ২৫ শতাংশ মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। ডেডলাইন ছিল ২৭ জুন। তবে পশ্চিমবঙ্গ সরকার সেই নির্দেশ সময়ের মধ্যে পালন করতে ব্যর্থ হয়।

Read more Photos on
click me!

Recommended Stories