দক্ষিণ-পূর্ব রেলওয়ের বিলাসপুর ডিভিশনে কাজের জন্য বাতিল থাকবে 18113 টাটানগর–বিলাসপুর এক্সপ্রেস, 18114 বিলাসপুর–টাটানগর এক্সপ্রেস, 18109 টাটানগর–ইটवारी এক্সপ্রেস, 18110 ইটवारी–টাটানগর এক্সপ্রেস-সহ একাধিক দৈনিক ট্রেন বাতিল করা হয়েছে।
সাপ্তাহিক ট্রেনের মধ্যে 20822 সাঁত্রাগাছি–পুণে এক্সপ্রেস, 20971 উদয়পুর সিটি–শালিমার এক্সপ্রেস, 22512 কামাখ্যা–এলটিটি মুম্বাই এক্সপ্রেস নির্দিষ্ট দিনে বাতিল থাকবে।
দীর্ঘ দূরত্বের ট্রেন যেমন 12222 হাওড়া–পুণে এক্সপ্রেস, 12261 মুম্বাই–হাওড়া এক্সপ্রেস, 12101 এলটিটি–শালিমার এক্সপ্রেস-কে বিকল্প রুটে চালানো হবে (জারসুগুড়া–টিটলাগড়–রায়পুর ঘুরপথে)।
68861 গোঁদিয়া–জারসুগুড়া ও 68862 জারসুগুড়া–গোঁদিয়া লোকাল ট্রেন ৩১ অগাস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত শুধুমাত্র বিলাসপুর পর্যন্ত চলবে।