উৎসবের মরশুম শুরুর আগেই যাত্রী পরিষেবায় জোর রেলের, লাইন রক্ষণাবেক্ষণের কাজের জন্য বাতিল একগুচ্ছ ট্রেন

Published : Aug 27, 2025, 12:57 PM IST

Train Cancel News: উৎসবের মরশুম শুরুর আগে যাত্রী পরিষেবায় গতি আনতে ফের ট্রেন লাইনে শুরু হচ্ছে রক্ষণাবেক্ষণের কাজ। যারফলে বাতিল থাকছে একগুচ্ছ ট্রেন। রইল তালিকা। দেখুন ফটো গ্যালারিতে…

PREV
15
ফের ট্রেন বাতিল হচ্ছে একাধিক রুটের

রেলের উন্নয়নমূলক কাজের জন্য একাধিক ট্রেন বাতিল, রুট পরিবর্তন ও স্টপেজ নিয়ে বড় সিদ্ধান্ত। জানা গিয়েছে পূর্ব, দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্ব রেলওয়ের বিভিন্ন ডিভিশনে উন্নয়নমূলক কাজ ও নন-ইন্টারলকিংয়ের কারণে একাধিক ট্রেন বাতিল, রুট পরিবর্তন এবং আংশিকভাবে চলাচল করবে। রেল সূত্রে খবর, যাত্রীদের সুবিধার্থে বিকল্প ব্যবস্থা রাখা হলেও অগাস্ট ও সেপ্টেম্বর মাসে ট্রেন চলাচলে ব্যাপক পরিবর্তন আসবে।

25
কোন কোন রুটের ট্রেন বাতিল থাকবে?

পূর্ব রেলওয়ের গোরক্ষপুর-গোশা শাখায় তৃতীয় লাইন চালু ও সিগন্যাল সিস্টেম ডেভেলপমেন্টের নন-ইন্টারলকিং কাজ চলবে। এর ফলে—15050 কানপুর সেন্ট্রাল-গোরখপুর এক্সপ্রেস, 15005 গোরখপুর-কলকাতা পূর্বাঞ্চল এক্সপ্রেস, 15051 কলকাতা-গোরখপুর পূর্বাঞ্চল এক্সপ্রেস সহ একাধিক ট্রেন বাতিল থাকবে।

15073 আসানসোল-গোরক্ষপুর- এক্সপ্রেস ২৩ অগাস্ট আসানসোল থেকে যাত্রা শেষ করবে।

15037 গোরক্ষপুর-আসানসোল এক্সপ্রেস ২৭ অগাস্ট সিয়োনা জনক স্টেশন থেকে চলাচল শুরু করবে।

35
বিলাসপুর ডিভিশনেও বাতিল ট্রেন

দক্ষিণ-পূর্ব রেলওয়ের বিলাসপুর ডিভিশনে কাজের জন্য বাতিল থাকবে 18113 টাটানগর–বিলাসপুর এক্সপ্রেস, 18114 বিলাসপুর–টাটানগর এক্সপ্রেস, 18109 টাটানগর–ইটवारी এক্সপ্রেস, 18110 ইটवारी–টাটানগর এক্সপ্রেস-সহ একাধিক দৈনিক ট্রেন বাতিল করা হয়েছে।

সাপ্তাহিক ট্রেনের মধ্যে 20822 সাঁত্রাগাছি–পুণে এক্সপ্রেস, 20971 উদয়পুর সিটি–শালিমার এক্সপ্রেস, 22512 কামাখ্যা–এলটিটি মুম্বাই এক্সপ্রেস নির্দিষ্ট দিনে বাতিল থাকবে।

দীর্ঘ দূরত্বের ট্রেন যেমন 12222 হাওড়া–পুণে এক্সপ্রেস, 12261 মুম্বাই–হাওড়া এক্সপ্রেস, 12101 এলটিটি–শালিমার এক্সপ্রেস-কে বিকল্প রুটে চালানো হবে (জারসুগুড়া–টিটলাগড়–রায়পুর ঘুরপথে)।

68861 গোঁদিয়া–জারসুগুড়া ও 68862 জারসুগুড়া–গোঁদিয়া লোকাল ট্রেন ৩১ অগাস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত শুধুমাত্র বিলাসপুর পর্যন্ত চলবে।

45
উত্তর-পূর্ব রেলওয়েতে বাতিল একাধিক ট্রেন

রেলসূত্রে খবর, 15027 সম্বলপুর–গোরক্ষপুর এক্সপ্রেস ২৬ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত বাতিল থাকবে।

15028 গোরক্ষপুর–সম্বলপুর এক্সপ্রেস ২৩ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত বাতিল থাকবে।

এছাড়া 18629 রাঁচি–গোরক্ষপুর এক্সপ্রেস ২৬ সেপ্টেম্বর এবং 18630 গোরক্ষপুর–রাঁচি এক্সপ্রেস ২৭ সেপ্টেম্বর বাতিল হবে।

কিছু ট্রেন আংশিক চলবে, যেমন 15027 সম্বলপুর–গোরক্ষপুর এক্সপ্রেস (২২ থেকে ২৫ সেপ্টেম্বর) দেউরিয়া সদর থেকে শুরু হবে এবং 15021 শালিমার–গোরক্ষপুরএক্সপ্রেস (২৩ সেপ্টেম্বর) মৌ থেকে চলাচল শুরু করবে।

55
স্টপেজ পুনরুদ্ধার

দক্ষিণ-পূর্ব রেলওয়ের তরফে যাত্রীদের সুবিধার্থে একাধিক ট্রেনের স্টপেজ পুনরায় চালু করেছে। এর মধ্যে রয়েছে—

জগদলপুর–হাওড়া এক্সপ্রেস, দিঘা–মালদা টাউন এক্সপ্রেস, শালিমার–পুরী এক্সপ্রেস, আনন্দবিহার–পুরী এক্সপ্রেস, টাটানগর–এরনাকুলাম এক্সপ্রেস, হাওড়া–টাটানগর এক্সপ্রেস সহ বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন।

পুনরুদ্ধার হওয়া স্টপেজগুলির কার্যকারিতা ধাপে ধাপে ১ সেপ্টেম্বর থেকে শুরু হবে।

Read more Photos on
click me!

Recommended Stories