দুপুর থেকেই ভোল বদলাবে আবহাওয়া! গণেশ চতুর্থী ভাসবে ঝোড়ো বৃষ্টিতে, কোথায় কোথায় বৃষ্টি হবে?

Published : Aug 27, 2025, 11:54 AM IST

সকাল থেকে পুজোর আমেজ নিয়ে ঝলমলে রোদ ছিল জেলায় জেলায়। গণেশ চতুর্থীর সকালের রোদ দেখে খুশি হয়েছিলেন প্রায় সবাই। তবে বাদ সাধছে নিম্নচাপ। আবহাওয়া দফতর বলছে দুপুর থেকে ঘুরে যাবে খেলা। চলবে ঝোড়ো হাওয়া আর বৃষ্টির তাণ্ডব! কোথায় কোথায় বৃষ্টি হবে জেনে নিন।

PREV
16

ফের বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রুকুটি। বঙ্গোপসাগরে ফের একটি নিম্নচাপ তৈরি হয়েছে। এ নিয়ে ৩৭ দিনে দশম নিম্নচাপ তৈরি হল। এখন এটি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। পরবর্তী ৪৮ ঘণ্টায় নিম্নচাপটি ক্রমশ মধ্য বঙ্গোপসাগরের দিকে এগোবে। যদিও বাংলায় তেমন প্রভাব না পড়বে না। কিন্তু অন্ধ্র এবং ওডিশা উপকূলে এর বেশি প্রভাব পড়বে।

26

গণেশ চতুর্থীর দিনই বাংলা, ওডিশা ও অন্ধ্র উপকূলে দশম নিম্নচাপের প্রভাব পড়তে শুরু করবে। তাই হাওয়া অফিস বৃহস্পতিবার বিকেল পর্যন্ত মৎস্যজীবীদের উত্তর বঙ্গোপসাগরে যেতে নিষেধ করেছে।

36

দক্ষিণবঙ্গের আবহাওয়া

বুধবার দক্ষিণবঙ্গে তেমন ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। উপকূল এবং পশ্চিমের দু-একটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। আবার কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশেরও দেখা মিলবে। বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।

46

শুক্রবার বিক্ষিপ্তভাবে দু'-এক জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দুপুরের পর থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। এ দিন পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।

56

উত্তরবঙ্গের আবহাওয়া

বুধবার থেকে শুক্রবার উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্য জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। রবিবার ও সোমবার উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে।

66

কলকাতার আবহাওয়া

বুধবার সকাল থেকেই কলকাতায় আকাশের মুখ ভার। তবে ছিঁটেফোঁটা বৃষ্টির পরে কোথাও কোথাও রোদের দেখা মিলেছে। হাওয়া অফিস সূত্রের খবর, সন্ধ্যার দিকে কোনও কোনও জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। বুধবার কলকাতায় সবোর্চ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ জিগ্রি সেলসিয়াসে।

Read more Photos on
click me!

Recommended Stories