DA case update: মঙ্গলেই ভাগ্য ফিরবে সরকারি কর্মীদের! কাল ৫১ নম্বরে মহার্ঘ ভাতা মামলার শুনানি

Published : Apr 21, 2025, 03:01 PM IST

DA case update: মঙ্গলবার , কাল সুপ্রিম কোর্টে হতে পারে ডিএ বা মহার্ঘ ভাত মামলার শুনানি। কিন্তু মামলার শুনানি হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে রাজ্য সরকারি কর্মীদের দের। 

PREV
111
মঙ্গলবার সুপ্রিম কোর্টে ডিএ মামলা

মঙ্গলবার , কাল সুপ্রিম কোর্টে হতে পারে ডিএ বা মহার্ঘ ভাত মামলার শুনানি। কিন্তু মামলার শুনানি হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে রাজ্য সরকারি কর্মীদের দের।

211
ক্রমতালিকায় ডিএ মামলা

সুপ্রিম কোর্টের ক্রমতালিকায় বিচারপতি বিক্রম নাথের নেতৃত্বাধীন বেঞ্চে ৫১ নম্বরে রয়েছে এই মামলাটি।

311
পিছিয়ে যেতে পারে শুননি!

ক্রমতালিকায় আগে যে মামলাগুলি থাকবে সেগুলির শুনানি শেষ হওয়ার পরেই ডিএ মামলার শুনানির জন্য উঠবে। তাই কাল শুনানি হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে।

411
পিছতে পারে শুনানি!

সুপ্রিম কোর্টে সময়ের অভাবে আবারও পিছিয়ে যেতে পারে শুনানি।

511
মামলা পিছতো আর্জি

সোশ্যাল মিডিয়ায় নামি ব্লগার অবশ্য লিখেছেন রাজ্য সারকারি এবারও মামলা পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়েছিল সুপ্রিম কোর্টে। কিন্তু বিচারপতি সেই আবেদন নাকচ করে দিয়েছেন। যদিও সোশ্যাল মিডিয়ার ভাইরাল হওয়া এই মন্তব্যের সত্যতা যাচাই করেনি এশিয়ানেট নিউজবাংলা।

611
সুপ্রিম কোর্টে ডিএ মামলা

২০২২ সালের ২৮ নভেম্বর রাজ্যে ডিএ মামলার প্রথম শুনানি হয়েছিল সুপ্রিম কোর্টে। গত বছর ১ ডিসেম্বর এই মামলাটির শেষ বারের শুনানি হয়েছিল। সবমিলিয়ে প্রায় ১৪ বার সুপ্রিম কোর্টে উঠেছে ডিএ মামলা।

711
বিস্তারিত শুনানির প্রয়োজন

২০২৪ সালের ৩ নভেম্বর সুপ্রিম কোর্টের জুই বিচারপতির বেঞ্চ জানিয়েছিল রাজ্যের সরকারি কর্মীদের ডিএ নিয়ে আরও বিস্তারিত শুনানিন প্রয়োজন রয়েছে। কিন্তু তারপর থেকে সময়ের অভাবে আর শুনানি হয়নি সুপ্রিম কোর্টে।

811
আশা বাড়ছে

তবে এবার আশা বাড়ছে রাজ্য সরকারি কর্মীদের। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বদল হয়েছে। একাধিক মামলায় দ্রুত শুনানি শেষ হচ্ছে। আর সেই কারণেই এবার ডিএ মামলা নিষ্পত্তি হতে পারে বলেও মনে করেছেন অনেকে।

911
রাজ্য সরাকরি কর্মীদের দাবি

কেন্দ্রীয় বারে ও বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ-র দাবিতে রাজ্য সরকারি কর্মীদের দীর্ঘ দিন ধরেই লড়াই করে আসছেন।

1011
হাইকোর্টের নির্দেশ

২০২২ সালের ২০ মে হাইকোর্ট রাজ্য সরকারকে কেন্দ্রের সমতুল বা ৩১ শতাংশ হারে ডিএ দেওয়ার নির্দেশ দিয়েছিল। কিন্তু সেই রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে।

1111
শেষ শুনানি

বিচারপতি হৃষীকেশ রায়ের বেঞ্চে ডিএ মামলা ছিল। শুনানি শেষ হওয়ার আগেই ওই বিচারপতি অবসর নেন। ফলে গত চার মাস ধরে মামলাটি শুনানির জন্য আসেনি। গত মার্চে বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে যায় ওই মামলাটি। কিন্তু শুনানি হয়নি। মামলাটির নিয়মিত শুনানিরও দাবি রয়েছে রাজ্য সরকারি কর্মীদের।

Read more Photos on
click me!

Recommended Stories