আজ কলকাতার আকাশ থাকবে আংশিক মেঘলা। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় অস্বস্তি থাকবে। বিক্ষিপ্ত বৃষ্টিও হতে পারে।
জলপাইগুড়ি ও কোচবিহার জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে।
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী সোমবার থেকেই তাপমাত্রা বাড়বে। বুধবারে মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।
সোমবার থেকেই কমবে বৃষ্টি। পাল্লা দিয়ে বাড়বে তাপমাত্রা। আগামী সপ্তাহ থেকেই তাপমাত্রা বাড়ার ইঙ্গিত দিল আলিপুর হাওয়া অফিস।
মাসের প্রথম সপ্তাহ কাটলেও এখনও পর্যন্ত তেমন গরম পড়েনি। তারই মধ্যে মেঘলা আকাশ আর মাঝেমধ্যে ঝড়বৃষ্টি আর কালবৈশাখী স্বস্তি দিয়েছে গোটা রাজ্যের মানুষকে
বুধবারে মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। এদিকে পাঞ্জাব উত্তর প্রদেশ আসাম এবং উত্তর বাংলাদেশে ঘূর্ণাবর্ত।
আগমী সপ্তাহের শেষের দিকে রাজ্যে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে হতে পারে তাপপ্রবাহ।
দক্ষিণবঙ্গ গরম বাড়লেও সোমবারে উত্তরবঙ্গে সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস।
বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি দার্জিলিং থেকে মালদা সব জেলায়।
তার সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস জলপাইগুড়ি ও কোচবিহার জেলায় বইতে পারে।
Deblina Dey