সম্প্রতি কেন্দ্রীয় সরকার সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা (dearness allowance or DA) বৃদ্ধি করেছে। তরপর থেকেই একধিক রাজ্য সরকার ডিএ বৃদ্ধি করেছে। এই অবস্থায় পশ্চিমবঙ্গ সরকারের ওপরেও ডিএ বৃদ্ধি নিয়ে চাপ বাড়াছে।
210
ডিএ-র দাবি
এই রাজ্যের সরকারি কর্মীদের দীর্ঘদিনের দবি কেন্দ্রীয় সরকারের সঙ্গে একই হারে রাজ্যের সরকারি কর্মীদের ডিএ দিতে হবে। যা নিয়ে একাধিক মামলাও দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে।
310
কেন্দ্রের পরই রাজ্যে ডিএ বৃদ্ধির দাবি
কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধির পর এই রাজ্যের সরকারি কর্মীরা নতুন করে ডিএ বৃদ্ধির দাবি জনিয়েছেম। নবান্ন -সহ একাধিক সরকারি কার্যালয়ে গুঞ্জন দ্রুত বৃদ্ধি করা হবে ডিএ।
410
সরকারের অবস্থান
ডিএ বৃদ্ধি নিয়ে এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকার আনুষ্ঠানিকভাবে কিছুই ঘোষণা করেনি। কিন্তু ওয়াকিবহাল মহলের ধারনা খুব তাড়াতাড়ি রাজ্যসরকার ডএ বৃদ্ধি করতে পারে।
510
ডিসেম্বরে ডিএ বৃদ্ধি!
বেশ কিছু রিপোর্টে দাবি করা হয়েছে ডিসেম্বর মাসে রাজ্যের সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি করা হতে পারে। ২-৩ শতাংশ হারে ডিএ বৃদ্ধি করা হতে পারে।
610
২০ শতাংশ ডিএ
নতুন করে যদি ডিএ বৃদ্ধি করা হয় তাহলে রাজ্যের সরকারি কর্মীদের ডিএ বেড়ে দাঁড়াবে ২০ শতাংশ। বর্তমানে কেন্দ্রের সঙ্গে রাজ্যের ডিএ-র ফারাক হয়েছে ৩৬ শতাংশ।
710
ফারাক কমবে?
রাজ্য সরকার যদি ডিসেম্বরে ডিএ বৃদ্ধি করে তাহলে দ্রুত কেন্দ্রের সঙ্গে রাজ্যের সরকারি কর্মীদের ফারাক কিছুটা হলেও কমবে।
810
কেন্দ্রের ডিএ বৃদ্ধি
দীপাবলির আগেই কেন্দ্রীয় সরকার সরকার কর্মীদের ডিএ ৩ শতাংশ হারে বাড়িয়েছে। যার কারণে সরকারি কর্মীরা বর্তমানে ৫৩ শতাংশ হারে ডিএ পাচ্ছে।
910
ডিএ নিয়ে আন্দোলন
এই রাজ্যে ডএ বৃদ্ধির দাবিতে দীর্ঘ দিন ধরেই আন্দোলন করছেন সরকারি কর্মীরা। ধর্না অবস্থানের পাশাপাশি কর্মবিরতিতেও গেছেন। কিন্তু ডিএ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তাঁর অবস্থান থেকে টলান যায়নি।
1010
শেষ ডিএ বৃদ্ধি
গত বছর ডিসেম্বরে পার্কস্ট্রিট থেকে ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপুাধ্য়ায়। সেই ডিএ কার্যকর হয়েছিব ২০২৪ সালের জানুয়ারিতে। তারপর এপ্রিলে ফের ডিএ বৃদ্ধি করা হয়েছিল। গত বছর একসঙ্গে ১৪ শতাংশ ডিএ দিয়েছিল রাজ্য সরকার।