রবিবার রাজ্যপালের সঙ্গে দেখা করতে বেলা ১১টা নাগাদ রাজভবনে পৌঁছয় আন্দোলনকারীদের প্রতিনিধি দল। রাজ্যপালের সঙ্গে দেখা কথাও বলেন তাঁরা।
ডিএ নিয়ে এবার রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করতে গেলেন আন্দোলনকারীদের পাঁচ সদস্যের প্রতিনিধি দল। এর আগেই আন্দোলনকারীদের কাছে অনশন প্রত্যাহারের আবেদন জানিয়েছিলন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করার কথাও বলেন তিনি। রাজ্যপালের ডাকে সারা দিয়ে রবিবার রাজভবনে যান তাঁরা। তাঁদের দাবি দাওয়া নিয়ে বৈঠকও করেন রাজ্যপালের সঙ্গে। দাবি মেনে নেওয়া হলে অনশনপ প্রত্যাহারের কথা ভেবে দেখা হবে বলে আগেই জানিয়েছিলেন আন্দোলনকারীরা। রবিবার রাজ্যপালের সঙ্গে দেখা করতে বেলা ১১টা নাগাদ রাজভবনে পৌঁছয় আন্দোলনকারীদের প্রতিনিধি দল। রাজ্যপালের সঙ্গে দেখা কথাও বলেন তাঁরা। রাজভবনে ১০ থেকে ১৫ মিনিট ছিলেব তাঁরা।
রাজ্যপালের সঙ্গে কথা বলে সন্তুষ্ট সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা। রাজ্যপাল তাঁদের আশ্বস্ত করেছে বলেও জানিয়েছেন তাঁরা। প্রাক্তন সরকারি কর্মচারি রাজ্যপাল জানিয়েছেন আন্দোলনকারীদের ডিএ সংক্রান্ত দাবি যথার্থ। সাংবিধানিক পদে থেকে এই দাবি পূরণের জন্য যথাসাধ্য চেষ্টা করবেন তিনি। পাশাপাশি ডিএ নিয়ে আলোচনার জন্য মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের যে সঙ্গে ত্রিপাক্ষিক বৈঠক আন্দোলনকারীরা চেয়েছিলেন তারও আয়োজন করার চেষ্টা করবেন রাজ্যপাল।
এর আগেও আন্দোলনকারীদের অনশন প্রত্যাহারের অনুরোধ জানিয়েছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। তিনি বলেছেন,'আলোচনার মাধ্যমে সমস্ত সমস্যার সমাধান সম্ভব।' এখানেই শেষ নয় ধর্মতলায় অনশনরত কর্মীদের জন্যও বিশেষ বার্তা দেন তিনি। রাজ্যপালের কথায়,'সপ্তাহের পর সপ্তাহ ধরে অনশন করছেন কিছু মানুষ। আমি খুবই ব্যথিত। এইভাবে ডিএ নিয়ে অনশন চললে, একের পর এক সরকারি কর্মচারী অসুস্থ হয়ে পড়বেন। মানুষের পরিষেবা ব্যহত হবে। আশা রাখি সকলে মিলে দ্রুত এর সমাধান বেরোবে।'
এরপর শনিবার রাতে ফের টুইটবার্তায় একই আবেদন জানান তিনি। টুইটারে তিনি লেখেন,'কোনও একটি বিশেষ কারণে তাঁরা ক্রমাগত লড়াই করে যাচ্ছেন। অবিলম্বে আন্দোলনকারীদের অনশন প্রত্যাহারের আবেদন জানাচ্ছি। এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে সমস্ত পক্ষকে একসঙ্গে বসে নির্দিষ্ট উপায় ঠিক করতে হবে।' আন্দোলনকারীদের শারীরিক অবস্থার প্রতি উদ্বেগ প্রকাশ করে তিনি অপর একটি টুইটে লেখেন,'অনশন চতুর্থ সপ্তাহে পা রেখেছে। এই ঘটনায় আমি ব্যথিত। সমস্যা হলেও সহজভাবেই তার সমাধান সম্ভব। এই মুহূর্তে সব থেকে দামি আমাদের ভাইদের জীবন।' সংগ্রামী যৌথ মঞ্চের তরফে জানানো হয়েছে আজ বেলা ১২টা নাগাদ রাজভবনে যাবেন তাঁরা। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসতে চান বলেও জানান আন্দোলনকারীরা। তাঁদের দাবি মেনে নেওয়া হলে অনশন প্রত্যাহারের কথা ভেবে দেখা হবে বলেও জানালেন তাঁরা।
আরও পড়ুন -
রাজ্যপালের ডাকে সারা দিয়ে রাজভবনের পথে ডিএ আন্দোলনকারীরা, আবেদনেই কি প্রত্যাহার হবে অনশন?
সরকারি দফতরের কাজে ধর্মঘটের প্রভাব পড়েনি, অনুপস্থিত ধর্মঘটীদের বিরুদ্ধে কী পদক্ষেপ নেবে প্রশাসন?