News Round Up: নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে সুশীলা কার্কির শপথ থেকে ফের বিমান বিভ্রাট, সারাদিনের খবর এক ক্লিকে

Published : Sep 12, 2025, 08:43 PM IST
News RoundUp

সংক্ষিপ্ত

সারা দিনের সেরা খবর, গোটা দিনের বাছাই করা খবর, যা না পড়লেই নয়। আজকের সেরা পাঁচটি খবরে নজর বুলিয়ে নিন এক মিনিটে। একটা ক্লিকেই গোটা দুনিয়ার সেরা খবর পেয়ে যান এশিয়ানেট বাংলার নিউজ রাউন্ড আপে।

১. ডামাডোলের নেপালের অন্তর্বর্তী সরকারের পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন? সেই নিয়ে গত কয়েক দিন ধরে অশান্ত এভারেস্টের দেশে জল্পনা চলছিল। উঠে এসেছিল একাধিক নাম। এরই মধ্যে জেন জি-দের সবথেকে পছন্দের তালিকায় শীর্ষে ছিলেন নেপালের প্রথম মহিলা বিচারপতি সুশীলা কার্কি। সবকিছু ঠিকঠাক থাকলে শুক্রবার রাতেই তিনি অন্তর্বর্তী সরকারের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন। খবর এএনআই সূত্রে। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।

ডামাডোলের নেপালে অন্তর্বর্তী সরকারের পরবর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কি, শুক্রবার রাতেই শপথ

২.কয়েক মাস আগে গুজরাটের আহমেদাবাদের বিমান দুর্ঘটনার খবরে কেঁপে উঠেছিল গোটা দেশ। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে ফের প্রকাশ্যে বড় বিপত্তি। তবে এবার এয়ার ইন্ডিয়া নয়। রানওয়ে থেকে উড়ানের কিছুক্ষণের মধ্যেই স্পাইসজেট বিমানের সামনের চাকা খুলে গেল। জানা গিয়েছে, শুক্রবার গুজরাটের কালনা বিমানবন্দর থেকে ওড়ার কিছুক্ষণের মধ্যেই বিমানের সামনের একটি চাকা খুলে যাওয়ার বিষয়টি নজরে আসে বিমানবন্দর কর্মীদেরর। তারপরই তড়িঘড়ি জরুরি অবতরণ করানো হয় বিমানটির। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।

স্পাইসজেট বিমানের সামনের চাকা উধাও, মুম্বই বিমানবন্দরে জরুরি অবতরণ

৩. শনিবার মণিপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মণিপুরে অশান্তির পর এই প্রথম সেখানে যাচ্ছেন নরেন্দ্র মোদী। তাই আবার মোদীর মণিপুর সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ। শনিবার অর্থাৎ ১৩ সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর-এর মধ্যে মণিপুরের সঙ্গে মোদী মিজোরাম, অসম, পশ্চিমবঙ্গ, বিহার সফর করবেন। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।

শনিবার মণিপুর সফরে প্রধানমন্ত্রী, ১৩-১৫ সেপ্টেম্বর ৫ রাজ্য সফর নরেন্দ্র মোদীর

৪. এশিয়া কাপের প্রথম ম্যাচেই দাপট এবং দুরন্ত জয়। ভারতের কাছ থেকে তো এটাই প্রত্যাশিত ছিল (india vs pakistan asia cup 2025)। ক্রিকেটীয় শক্তির নিরিখে এই মুহূর্তে গোটা বিশ্বের মধ্যে অন্যতম পাওয়ারহাউজ হল টিম ইন্ডিয়া। আর চলতি এশিয়া কাপে তো বটেই (asia cup squad india 2025)। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।

IND vs PAK Asia Cup 2025: হাইভোল্টেজ ম্যাচের আগে সূর্যরা যেন আলাদাই মুডে, শক্তির নিরিখে অনেক এগিয়ে ভারত

৫. ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) হয়ে যাঁরা খেলেন, তাঁদের পর্যাপ্ত বিশ্রাম দেওয়া হলেও, পাকিস্তান ক্রিকেট দলে (Pakistan Cricket Team) সেই সংস্কৃতি নেই। এশিয়া কাপ চলাকালীন এমনই দাবি করলেন পাকিস্তানের প্রাক্তন পেসার উমর গুল (Umar Gul)। তিনি ভারতীয় দলের সেরা পেসার জসপ্রীত বুমরার (Jasprit Bumrah) কথা উল্লেখ করেছেন। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।

দলে জায়গা হারানোর আশঙ্কায় চোট নিয়েই খেলেন পাক ক্রিকেটাররা, বিস্ফোরক উমর গুল

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Babri Masjid News: অবশেষে বাবরি মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন হুমায়ুনের, কী মন্তব্য নওশাদের?
Humayun Kabir: বাবরি মসজিদ নিয়ে বড় পরিকল্পনার ইঙ্গিত দিলেন হুমায়ুন! দেখুন কী বলছেন