Gujrat Harsh Sanghavi News:  গুজরাটের রাজনীতিতে নয়া সমীকরণ। বদলে গেল ভূপেন্দ্র প্যাটেলের মন্ত্রিসভা। কারা হলেন নতুন মন্ত্রী? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন… 

Gujrat Harsh Sanghavi News: গুজরাটে রাজনৈতিক পালাবদল! হর্ষ সাংভি উপমুখ্যমন্ত্রী। রবীন্দ্র জাডেজার স্ত্রী রিভাবাও গুজরাট মন্ত্রিসভায়। বৃহস্পতিবার রাতে মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল ছাড়া আচমকা মন্ত্রিসভা থেকে ইস্তফা দেন সমস্ত মন্ত্রীরা। তখনই অনুমান করা হয়েছিল যে, বিধানসভা ভোটের আগে ঢেলে সাজতে চলেছে গুজরাট সরকারের মন্ত্রিসভা। সেইমতো শুক্রবার দুপুরে গুজরাটের গান্ধীনগরে রাজভবনে মোট ২৫ জন বিধায়ক মন্ত্রী পদে শপথ নিলেন।

গুজরাটের রাজনৈতিক পালাবদল:- 

সূত্রের খবর, গুজরাটের বর্তমান মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। শুক্রবার উপ মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাংভি। এছাড়াও অন্যন্য মন্ত্রী পদে শপথ নেন মোট ২৫ জন বিধায়ক। জানা গিয়েছে, উপ মুখ্যমন্ত্রী পদে স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাংভি শপথ নিলেও ২০২১ সালের পর থেকে গুজরাটে এই পদে কেউ ছিলেন না। ভূপেন্দ্র প্যাটেলের মন্ত্রিসঙায় জায়গা করে নিয়েছেন খ্যাতনামা ক্রিকেটার রবীন্দ্র জাডেজার স্ত্রী রিভাবা জাডেজা। তিনি আগে ছিলেন গুজরাটের জামনগর উত্তরের বিধায়ক। 

২০২২ সালে নির্বাচনের ময়দানে প্রথমবার পা রেখেছিলেন জাডেজা পত্নী। যদিও পুত্রবধূর গেরুয়া শিবিরে যোগদানের বিষয়টি সেই সময় মেনে নিতে পারেননি বিশ্বকাপজয়ী ক্রিকেটার রবীন্দ্র জাডেজার বাবা ও দিদি। এমনকি নির্বাচনের সময় রিভাবার বিরুদ্ধে প্রচারে নামে তার পরিবারের লোকেরাই।

Scroll to load tweet…

এদিকে শুক্রবার সকালেই গুজরাটের রাজ্যপালের সঙ্গে দেখা করতে গান্ধীনগরের রাজভবনে যান মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। তিনি রাজ্যপাল আচার্য দেবরাটের হাতে তুলে দেন মন্ত্রিসভার পদত্যাগী ও হবু মন্ত্রীদের নামের তালিকা। সেইমতো দুপুরের মধ্যেই রাজভবনে মোট ২৫ জন বিধায়ক মন্ত্রী পদে শপথ নেন। 

তবে গুজরাটের এই মন্ত্রিসভার রদবদল প্রথম কিছু নয়। এর আগেও ২০১৪ সাল ও ২০১৭ সালেও রাজনৈতিক বদল ঘটেছিল। এবারও ২০২৭ সালের বিধানসভা ভোটের আগে খোলনলচ বদলে গেল ভূপেন্দ্র প্যাটেলের মন্ত্রিসভার।

Scroll to load tweet…

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।