- Home
- West Bengal
- West Bengal News
- শীঘ্রই শুরু হচ্ছে SIR, সঙ্গে রাখুন এই কয়টি নথি, কিছুতেই বাদ যাবে না আপনার নাম
শীঘ্রই শুরু হচ্ছে SIR, সঙ্গে রাখুন এই কয়টি নথি, কিছুতেই বাদ যাবে না আপনার নাম
বিহারের পর এবার পশ্চিমবঙ্গেও শুরু হতে চলেছে ভোটার তালিকা সংশোধনের এসআইআর (SIR) প্রক্রিয়া। এর মূল উদ্দেশ্য হল মৃত, স্থানান্তরিত এবং ডুপ্লিকেট ভোটারদের তালিকা থেকে বাদ দিয়ে একটি নির্ভুল ভোটার তালিকা তৈরি করা।

বিহারের পর বাংলায় শুরু হতে চলেছে এসআইআর (SIR)। ভোটার তালিকা সংশোধনের এই প্রক্রিয়া শুরু হলে প্রয়োজন বেশ কিছু নথি। মূলত যারা মৃত ভোটার, যাঁদের বাসস্থান পরিবর্তন হয়েছে, যেসময় ভোটারদের দুই জায়গায় নামের তালিকা আছে তাদের এই লিস্ট থেকে বাদ দেওয়া হবে।
NRC-র সঙ্গে এসআইআর (SIR) গুলিয়ে ফেলেছেন অনেকে। তবে, ফারাক রয়েছে বিস্তর। ভুয়ো ভোটারদের বাদ দিতেই শুরু হয়েছে এসআইআর (SIR)। জেনে নিন এসআইআর (SIR) হলে নিজের নাম নথিভুক্ত করতে কোন কোন প্রয়োজনীয় নথি লাগবে। দেখে নিন এক ঝলকে।
আপনি কেন্দ্র বা রাজ্যের সরকারি কর্মচারী বা অবসরপ্রাপ্ত কর্মচারী হন তাহলে আপনার সেই পরিচয়পত্র প্রয়োজন। যাঁরা ১৯৮৭ সালের ১ জুলাইয়ের আগে জন্মেছেন তাঁদের সেই সংক্রান্ত যে কোনও সরকারি নথি প্রয়োজন। ১৯৮৭ সালের পরে যারা জন্মেছেন তাঁদের জন্মের শংসাপত্র দিতে হবে। বৈধ পাসপোর্ট থাকা দরকার।
তেমনই জন্মের সাল এবং তারিখের উল্লেখ আছে এরকম কোনও বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া শিক্ষা সংক্রান্ত শংসাপত্র।
দিতে হবে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক সংশ্লিষ্ট এলাকায় স্থায়ী বসবাসকারী শংসাপত্র।
তফসিলি জাতি, উপজাতি এবং অন্যান্য অনগ্রস শ্রেণিভুক্ত হলে সেক্ষেত্রে সেই সংক্রান্ত নথি জমা দিতে হবে।
জাতীয় নাগরিকপঞ্জির শংসাপত্র প্রয়োজন।
বনভূমি অধিকারের শংসাপত্র প্রয়োজন।
এছাড়াও লাগবে রাজ্য কর্তৃপক্ষের দ্বার তৈরি করা পারিবারিক রেজিস্টার।
কোনও জমি বাড়ি থাকলে সেটির সরকার প্রদত্ত নথি দরকার।

