
১. পুর নিয়োগ দুর্নীতি মামলায় এবার শুক্রবার চূড়ান্ত চার্জশিট জমা দিল সিবিআই। আলিপুর আদালতে রাজ্যের পুর নিয়োগ দুর্নীতি মামলায় চূড়ান্ত চার্জশিট জমা দিলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। চার্জশিটে অভিযুক্তের তালিকায় নাম রয়েছে ধৃত অয়ন শীলের সংস্থা এবিএস ইনফোজোন এবং আমলা জ্যোতিষ্মান চট্টোপাধ্যায়ের। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
পুর নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে চূড়ান্ত চার্জশিট সিবিআইয়ের, কী বলছে রিপোর্ট?
২. বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভার আগেই তাকে দেখে নেবার হুংকার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বক্সির, কিভাবে মালদার মাটিতে পা রাখে দেখে নেব প্রকাশ্য মঞ্চ থেকে বললেন আব্দুর রহিম বক্সী। আজ ২রা জানুয়ারী, শুক্রবার মালদার চাচলের কলমবাগানে রয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জনসভা। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
জনসভার আগেই শুভেন্দু অধিকারীকে 'দেখে নেবো' হুঁশিয়ারি তৃণমূল নেতার, পাল্টা সরব বিজেপি
৩. শুক্রবার মাদ্রাজ আইআইটি-র একটি অনুষ্ঠানে গিয়ে নাম না করে পাকিস্তানকে ফের তোপ দাগলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। পাকিস্তান আসলে রাষ্ট্র হিসেবে কেমন? এদিন স্পষ্ট ভাষায় কার্যত তাও বুঝিয়ে দেন তিনি। বলেন, ‘’খারাপ প্রতিবেশীরা যখন জঙ্গি কার্যকলাপে মদত দিচ্ছে তখন ভারতেরও অধিকার আছে নিজেদের স্বার্থ অক্ষুন্ন রাখার। দুষ্টু প্রতিবেশীর উচিত নয় ভারতের কাছ থেকে জল চাওয়া।'' বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
সিন্ধু জলচুক্তি স্থগিত ইস্যুতে তপ্ত ভারত-পাক সম্পর্ক, ইসলামাবাদকে 'বদ রাষ্ট্রের' তকমা জয়শঙ্করের
৪. অতি সম্প্রতি পাকিস্তানের সেনাবাহিনীর হাত থেকে নিজেদের স্বাধীন ঘোষণা করে সদর্পে বালোচিস্তান স্বাধীন বলে ঘোষণা করেছিলেন বালোচ বিদ্রোহের অন্যতম নেতা মির ইয়ার বালোচ। এবার তিনিই লাল চিনের আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে তটস্থ! বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
বালোচিস্তানে সেনা মোতায়েন করতে চলেছে লাল চিন! নিজেদের স্বাধীনতা খর্বের আশঙ্কায় ভারতকে খোলা চিঠি
৫. গত মাসে বিজয় হাজারে ট্রফির (Vijay Hazare Trophy) ম্যাচ চলাকালীন পাঁজরে চোট পেয়েছিলেন তামিলনাড়ুর (Tamil Nadu) ব্যাটার সাই সুদর্শন। এই বাঁ হাতি ব্যাটারকে অন্তত দু'সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে। তিনি বেঙ্গালুরুতে (Bengaluru) বিসিসিআই সেন্টার অফ এক্সসেলেন্সে (BCCI's Centre of Excellence) পৌঁছে গিয়েছেন। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
বিজয় হাজারে ট্রফিতে খেলার সময় চোট, আইপিএল-এর আগে সমস্যায় সাই সুদর্শন
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।