News Round-up: অমিত শাহের মাথা কাটার ডাক মহুয়া মৈত্রর, সিবিআই নজরে অতীন ঘোষ, সারাদিনের খবর এক ক্লিকে

Published : Aug 29, 2025, 06:53 PM IST
Round Up

সংক্ষিপ্ত

News Round-up: সারাদিনের সেরা খবর, সারাদিনের বাছাই করা খবর, যা না পড়লেই নয়। আজকের সেরা পাঁচটি খবরে নজর বুলিয়ে নিন এক মিনিটে। একটা ক্লিকেই সারা দুনিয়ার সেরা খবর পেয়ে যান এশিয়ানেট বাংলার নিউজ রাউন্ড আপে।

১. স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মুণ্ডু কেটে নেওয়ার কথা বলেছিলেন কৃষ্ণনগরের তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র। গত মঙ্গলবার নদিয়ার কৃষ্ণনগরের রবীন্দ্রভবনে একটি অনুষ্ঠানে এসে মহুয়া সাংবাদিকদের বলেছিলেন, 'বাংলাদেশীদের অনুপ্রবেশের দায় নিয়ে প্রথমেই অমিত শাহের মুণ্ডু কেটে টেবলে পেশ করা উচিত প্রধানমন্ত্রীর।' তাঁর এই মন্তব্য নিয়ে হইচই শুরু হওয়ার পর কৃষ্ণনগরের কোতোয়ালি থানায় তৃণমূল সাংসদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন বিজেপি মুখপাত্র সন্দীপ মজুমদার।

বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন- 'অমিত শাহের মাথাটা কেটে তোমার টেবিলে দেওয়া উচিৎ'! অনুপ্রবেশ ইস্যুতে বোমা ফাটালেন মহুয়া মৈত্র

২. আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আর্থিক দুর্নীতির অভিযোগের তদন্তে কলকাতা পুরসভার ডেপুটি মেয়র তথা কাশীপুর-বেলগাছিয়ার বিধায়ক অতীন ঘোষের বাড়িতে তল্লাশি চালাতে পৌঁছে গেল সিবিআই-এর তদন্তকারী দল। এই সময় অতীন বাড়িতেই ছিলেন বলে জানা গিয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করেন সিবিআই আধিকারিকরা। তাঁরা তিনটি গাড়ি করে শুক্রবার দুপুর দুটোর পর অতীনের উত্তর কলকাতার বাড়িতে পৌঁছয়। সিবিআই আধিকারিকদের সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।

বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন- আরজি কর হাসপাতালে ব্যাপক আর্থিক অনিয়মের অভিযোগ, দুর্নীতির তদন্তে ডেপুটি মেয়রের বাড়িতে সিবিআই

৩. জাপান সফরে গিয়ে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্কের উন্নতির উপর জোর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টোকিওতে ইন্দো-জাপান অর্থনৈতিক ফোরামে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী বলেছেন, 'টোকিওতে একটি ব্যবসায়িক অনুষ্ঠানে ভাষণ দিয়েছি। প্রধানমন্ত্রী ইশিবার উপস্থিতি এটিকে আরও বিশেষ করে তুলেছে, যা আমরা দ্বিপাক্ষিক অর্থনৈতিক সংযোগকে যে অগ্রাধিকার দিই তাও নির্দেশ করে।'

বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন- ভারত-জাপান যৌথ উদ্যোগে বিকশিত ভারত তৈরি হবে, টোকিওতে বললেন প্রধানমন্ত্রী মোদী

৪. ফের সংস্কারের কাজের জন্য বন্ধ রাখা হবে বিদ্যাসাগর সেতু। রবিবার ভোর পাঁচটা থেকে রাত ৯টা পর্যন্ত এই সেতুতে যান চলাচল বন্ধ থাকবে। এই সময়ের মধ্যে বিদ্যাসাগর সেতুর স্টে এবং বেয়ারিং কেবল বদলানো ও মেরামতির কাজ করবে হুগলি রিভার ব্রিজ কমিশনার্স। কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, যখন বিদ্যাসাগর সেতুতে যান চলাচল বন্ধ থাকবে, সেই সময় বিকল্প পথে যান চলাচল করবে।

বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন- একই দিনে জোড়া যাত্রী ভোগান্তি! ছুটির দিনে বন্ধ শহরের গুরুত্বপূর্ণ এই সেতু

৫. কালীঘাট মিলন সঙ্ঘকে হারিয়ে কলকাতা ফুটবল লিগে গ্রুপ এ-র শীর্ষে থেকেই সুপার সিক্সের যোগ্যতা অর্জন করল ইস্টবেঙ্গল। শুক্রবার নৈহাটিতে ৩-১ জয় পেল বিনো জর্জের দল। গ্রুপ এ-তে ১১ ম্যাচ খেলে ২৩ পয়েন্ট পেল ইস্টবেঙ্গল। সুপার সিক্সের যোগ্যতা অর্জনের লড়াইয়ে আছে মোহনবাগান সুপার জায়ান্ট। 

বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন- গ্রুপের শেষ ম্যাচেও অনায়াস জয়, শীর্ষে থেকেই কলকাতা ফুটবল লিগের সুপার সিক্সে ইস্টবেঙ্গল

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ভোটের আগে ফের বেফাঁস মন্তব্যে বিতর্কে তৃণমূল সভাপতি, বিরোধীদের কড়া হুঁশিয়ারি
Adhir Ranjan Chowdhury: 'মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৃণমূল পার্টির ক্রিয়েশন', বিস্ফোরক মন্তব্য অধীরের