Calcutta Football League 2025: কলকাতা ফুটবল লিগের ইতিহাসে সফলতম দল ইস্টবেঙ্গল (East Bengal FC)। এবারের কলকাতা লিগেও ভালো পারফরম্যান্স দেখাচ্ছে বিনো জর্জের দল। ফলে ফের খেতাব জয়ের আশা করছেন সমর্থকরা।
KNOW
East Bengal FC: ১১ ম্যাচ খেলে ২৩ পয়েন্ট। কলকাতা ফুটবল লিগে (Calcutta Football League 2025) গ্রুপ এ-র শীর্ষে থেকেই সুপার সিক্সে পৌঁছে গেল ইস্টবেঙ্গল। গ্রুপে ১৩ দল থাকলেও, আর্মি রেড দল কোনও ম্যাচই খেলেনি। ফলে ১১ ম্যাচ খেলেই চলতি কলকাতা ফুটবল লিগে গ্রুপ পর্যায়ের খেলা শেষ করল ইস্টবেঙ্গল। বিনো জর্জের দল ৭ ম্যাচে জয় পেয়েছে। ২ ম্যাচ করে ড্র করেছে এবং হেরে গিয়েছে। ১১ ম্যাচ খেলে ২১ পয়েন্ট নিয়ে গ্রুপ এ-তে দ্বিতীয় স্থানে পুলিশ এসি। তৃতীয় স্থান পাওয়ার লড়াইয়ে আছে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant)। তবে সুপার সিক্সের যোগ্যতা অর্জন করতে হলে সবুজ-মেরুন ব্রিগেডকে বাকি দুই ম্যাচই জিততে হবে এবং নিউ আলিপুর সুরুচি সংঘ ও ক্যালকাটা কাস্টমসের শেষ ম্যাচের ফলের দিকে তাকিয়ে থাকতে হবে। সুরুচি সংঘ ও কাস্টমস ১০ ম্যাচ খেলে ১৯ পয়েন্ট পেয়েছে। ফলে এই দুই দল শেষ ম্যাচে জয় পেলে ২২ পয়েন্টে পৌঁছে যাবে। মোহনবাগান সুপার জায়ান্ট শেষ দুই ম্যাচ জিতলে ২০ পয়েন্টে পৌঁছবে। ফলে তৃতীয় স্থানের লড়াই অত্যন্ত আকর্ষণীয় হতে চলেছে।
কালীঘাট এমএস-এর বিরুদ্ধে ইস্টবেঙ্গলের সহজ জয়
শুক্রবার নৈহাটি বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে কালীঘাট মিলন সঙ্ঘের বিরুদ্ধে সহজেই ৩-১ জয় পেল ইস্টবেঙ্গল। এদিন জয়ের লক্ষ্যে প্রথম একাদশে কয়েকজন সিনিয়র ফুটবলারকে রাখেন বিনো। অভিজ্ঞ গোলকিপার দেবজিৎ মজুমদার, ডিফেন্ডার প্রভাত লাকড়া, মিডফিল্ডার সৌভিক চক্রবর্তী, উইঙ্গার পি ভি বিষ্ণু, সায়ন বন্দ্যোপাধ্যায়, স্ট্রাইকার ডেভিড লাললানসাঙ্গার সঙ্গে ছিলেন ডিফেন্ডার জোশেফ জাস্টিন, মিডফিল্ডার তন্ময় দাস, শ্যামল বেসরা, ডিফেন্ডার সোনম সেওয়াং লোখাম ও স্ট্রাইকার আমন সি কে। সিনিয়র-জুনিয়র কম্বিনেশনে সহজ জয় পেল ইস্টবেঙ্গল। ২৫ মিনিটে প্রথম গোল করেন ডেভিড। প্রথমার্ধে আর গোল হয়নি। ৫৩ মিনিটে ব্যবধান বাড়ান গুইতে পেকা। ৬৮ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান কমান কালীঘাট এমএস-এর দেবদত্ত। এরপর ৮৭ মিনিটে ইস্টবেঙ্গলের হয়ে তৃতীয় গোল করেন শ্যামল বেসরা।
ফের চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে ইস্টবেঙ্গল
কলকাতা ফুটবল লিগে সুপার সিক্সের যোগ্যতা অর্জন করার পর এবার চ্যাম্পিয়ন হওয়া ছাড়া কিছু ভাবছে না ইস্টবেঙ্গল। গ্রুপ বি-তে থাকা ইউনাইটেড স্পোর্টস ক্লাব, ইউনাইটেড কলকাতা ও ডায়মন্ড হারবার এফসি-র সঙ্গে খেতাবের লড়াই লড়তে হবে ইস্টবেঙ্গলকে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


