News Round-up: ফের এসআইআর-আতঙ্ক থেকে ঘূর্ণিঝড়, সারাদিনের খবর এক ক্লিকে

Published : Nov 29, 2025, 08:10 PM IST
News Round-up

সংক্ষিপ্ত

News Round-up: সারাদিনের সেরা খবর, পুরো দিনের বাছাই করা খবর, যা না পড়লেই নয়। আজকের সেরা পাঁচটি খবরে নজর বুলিয়ে নিন এক মিনিটে। একটা ক্লিকেই সারা দুনিয়ার সেরা খবর পেয়ে যান এশিয়ানেট বাংলার নিউজ রাউন্ড আপে।

১. ফের এসআইআর-আতঙ্কে আত্মহত্যার অভিযোগ। এবার ঘটনাস্থল পূর্ব বর্ধমান জেলার ভাতারের ভুমশোর। এসআইআর-আতঙ্কের জেরে গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী এক বৃদ্ধা। পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম মুস্তরা খাতুন কাজি। তাঁর বয়স ৪০ বছর। শনিবার মৃতদেহ ময়নাতদন্তে পাঠায় পুলিশ। এই ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন- এসআইআর আতঙ্কে নিজের গায়ে আগুন ধরিয়ে আত্মঘাতী গৃহবধূ, পূর্ব বর্ধমানে চাঞ্চল্য

২. নদিয়া জেলার শান্তিপুর ব্লকের নবলা পঞ্চায়েতের প্রমোদপল্লি এলাকায় এসআইআর ফর্ম বিতরণকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দা ও পেশায় টোটো চালক গোবিন্দ রায় অভিযোগ করেছেন, তাঁদের পরিবারের মোট পাঁচ সদস্যের জায়গায় ভুলভাবে ছয়টি এনুমারেশন ফর্ম দেওয়া হয়েছে। অতিরিক্ত ফর্মটিতে নাম রয়েছে এক ব্যক্তির। সেই ব্যক্তির নাম শান্তনু রায়। যাঁকে গোবিন্দবাবু কিংবা তাঁর পরিবারের কেউই চেনেন না।

বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন- ভুলে ভরা কমিশনের এনুমারেশন ফর্ম, এসআইআর আতঙ্কে নদীয়ার গোবিন্দ রায়ের পরিবার

৩. জীবনতলায় নাবালিকাকে ধর্ষণ অভিযোগ। বছর বারোর নাবালিকাকে খাবারের প্রলোভন দিয়ে ঘরের মধ্যে নিয়ে গিয়ে ধর্ষণ করার অভিযোগ উঠল স্থানীয় এক যুবকের বিরুদ্ধে। ওই যুবকের নাম কওশাদ। সে পেশায় ইঞ্জিন ভ্যান চালক। ওই যুবককে পুলিশ গ্রেফতার করেছে। নির্যাতিতা নাবালিকা বর্তমানে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।

বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন- দিনের পর দিন নাবালিকাকে শারীরিক হেনস্থার অভিযোগ, গ্রেফতার গুণধর ভ্যান চালক

৪. স্থলভাগে আছড়ে পড়ার আগেই শ্রীলঙ্কা উপকূলে তাণ্ডব দেখিয়েছে ঘূর্ণিঝড় দিটওয়া। ঘূর্ণিঝড়ের প্রভাবে এখনও পর্যন্ত দ্বীপরাষ্ট্রে মৃত্যু হয়েছে ৬৯ জনের। দ্বীপরাষ্ট্রে ধ্বংসযজ্ঞ এবার ঘূর্ণিঝড় দিটওয়ার অভিমুখ ভারতের দিকে। রবিবার তামিলনাড়়ু-পুদুচেরি-দক্ষিণ অন্ধ্রপ্রদেশের কাছে আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়।

বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন- শ্রীলঙ্কায় তাণ্ডব দেখিয়ে DITWAH-র অভিমুখ তামিলনাড়ু, ইতিমধ্যেই ঘূর্ণিঝড় শুরু করেছে ধ্বংসযজ্ঞ

৫. ৬ বছর পর মালয়েশিয়ায় সুলতান আজলান শাহ কাপ খেলতে গিয়ে রাউন্ড-রবিন পর্বের শেষ ম্যাচে কানাডাকে ১৪-৩ গোলে উড়িয়ে ফাইনালে পৌঁছে গেল ভারত। রবিবার ফাইনালে ভারতের প্রতিপক্ষ বেলজিয়াম। এই টুর্নামেন্টে বেলজিয়ামই একমাত্র দল হিসেবে এখনও পর্যন্ত অপরাজিত। তবে চ্যাম্পিয়ন হওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী ভারতীয় দল।

বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন- সুলতান আজলান শাহ কাপ ২০২৫: কানাডার বিরুদ্ধে ১৪-৩ গোলে জয়, ফাইনালে ভারতীয় দল

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Suvendu Adhikari: ‘ভিতরের খবর দিয়ে গেলাম!’ তৃণমূলের আসল খেল আজ ফাঁস করলেন শুভেন্দু
'মোদীকে পাকিস্তানে পাঠাও', বেফাঁস মন্তব্যে ফের বিতর্কে তৃণমূলের উদয়ন গুহ