News Round Up: বঙ্গে বর্ষা বিদায় থেকে ওডিআই বিশ্বকাপে অনিশ্চিত বিরাট-রোহিত, সারাদিনের খবর এক ক্লিকে

Published : Oct 07, 2025, 07:36 PM IST
News RoundUp

সংক্ষিপ্ত

সারা দিনের সেরা খবর, গোটা দিনের বাছাই করা খবর, যা না পড়লেই নয়। আজকের সেরা পাঁচটি খবরে নজর বুলিয়ে নিন এক মিনিটে। একটা ক্লিকেই গোটা দুনিয়ার সেরা খবর পেয়ে যান এশিয়ানেট বাংলার নিউজ রাউন্ড আপে।

১. শনি ও রবিবারের টানা বর্ষণে বিপর্যস্ত উত্তরবঙ্গের (North Bengal Weather) পাহাড় থেকে সমতল। প্রকৃতির ধ্বংসলীলায় এখনও পর্যন্ত প্রাণ গিয়েছে ২৪ জনের। কিছুদিন আগে প্রায় ‘মেঘভাঙা’ বৃষ্টিতে দক্ষিণবঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে বহুজনের। বর্ষার এই রুদ্ররূপ তাণ্ডব চালাচ্ছে রীতিমতো। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
 

থামতে চলেছে বৃষ্টির ধারাপাত! আলিপুর শোনাল সুখবর! বর্ষা বিদায়ে কবে উঠবে রোদ?

২. প্রবল বৃষ্টি, বন্যা পরিস্থিতি, ভূমিধসে কার্যত বেহাল পরিস্থিতি উত্তরবঙ্গে। ঘরবাড়ি নিশ্চিহ্ন হয়ে গেছে জলের তোড়ে। অনেক মানুষই আশ্রয় নিয়েছেন ত্রাণ শিবিরে। বন্যা দুর্গতদের পাশে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। তিনি বন্যা পরিস্থিতি খতিয়ে দেখছেন। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

১৫ দিনেই তৈরি করতে হবে মিরিকের সেতু, দুর্গতদের পাশে দাঁড়িয়ে সব ঠিক করে দেওয়ার আশ্বাস মমতার

৩. বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনে গেরুয়া শিবিরের প্রার্থী হতে চলেছেন গায়িকা মৈথিলী ঠাকুর? তার সাম্প্রতিক সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া দুটি ছবিই সেই ইঙ্গিত দিচ্ছে। একটি ছবিতে মৈথিলি ঠাকুরের সঙ্গে রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই এবং অন্য একটি ছবিতে জনপ্রিয় এই গায়িকার পাশে দেখা গিয়েছে বিহারে বিজেপির দায়িত্বে থাকা নেতা বিনোদ তাওড়কে। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

৪. দুর্যোগ পরিস্থিতি খতিয়ে দেখতে উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরই মাঝে হঠাৎই মঙ্গলাবার দুপুরে দুধিয়া থেকে ফিরে জখম বিজেপি সাংসদ খগেন মুর্মুকে দেখতে হাসপাতালে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। ওই হাসপাতালের আইসিইউ-তে ভর্তি রয়েছেন মালদহ উত্তরের বিজেপি সাংসদ। তবে বিজেপি সাংসদের সঙ্গে দেখা করলেও শিলিগুড়ির বিজেপি বিধায়ক শংকর ঘোষের সঙ্গে দেখা করেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

উত্তরবঙ্গে আক্রান্ত সাংসদ খগেন মুর্মু, ভোটের মুখে ড্যামেজ কন্ট্রোলে হাসপাতালে ছুটলেন মুখ্যমন্ত্রী

৫. তাঁর ঘনিষ্ঠ বন্ধু বিরাট কোহলি (Virat Kohli) অস্ট্রেলিয়া সফরে (India tour of Australia, 2025) ওডিআই সিরিজে ভারতীয় দলে ফিরলেও, ২০২৭ সালে ওডিআই বিশ্বকাপে (2027 ICC Men's Cricket World Cup) খেলবেন কি না, সে বিষয়ে সংশয়ে দক্ষিণ আফ্রিকার (South Africa) প্রাক্তন ব্যাটার এবি ডিভিলিয়ার্স (AB de Villiers)। তিনি ভারতীয় দলে বিরাটের সতীর্থ রোহিত শর্মার (Rohit Sharma) বিষয়েও মুখ খুলেছেন। নিজের ইউটিউব চ্যানেলে এবি বলেছেন, 'ওরা (বিরাট-রোহিত) পরবর্তী বিশ্বকাপে খেলবে কি না, সে বিষয়ে কোনও নিশ্চয়তা নেই। শুবমান গিলকে (Shubman Gill) যখন ওডিআই দলের অধিনায়ক নির্বাচিত করা হয়েছে, তখন নিশ্চয়ই বিরাট-রোহিতকে বিশ্বকাপের দলে না রাখার কথা ভাবা হচ্ছে। শুবমান অবিশ্বাস্য ফর্মে আছে। ও চমৎকার নেতা। ওর বয়স কম। ফলে ওর সামনে খুব ভালো সুযোগ আছে। আমার মনে হয়, রোহিত ও বিরাটকে দলে রাখাই ঠিক সিদ্ধান্ত। দুই সবচেয়ে অভিজ্ঞ ভারতীয় ক্রিকেটারের কাছ থেকে অনেককিছু শিখতে পারবে শুবমান। বিরাট ও রোহিত উচ্চ মানের খেলোয়াড়। ওরা কিংবদন্তি। ওরা দলে থাকলে শুবমানের পক্ষে খুব ভালো হবে। কয়েকদিন পরেই অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে ভারতীয় দল। আমরা আশা করছি অত্যন্ত বিনোদনমূলক ও অসাধারণ সিরিজ হবে।' বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

ওডিআই বিশ্বকাপে খেলবেন বিরাট-রোহিত? নিশ্চয়তা দিতে পারছেন না এবি ডিভিলিয়ার্স

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Adhir Ranjan Chowdhury: 'মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৃণমূল পার্টির ক্রিয়েশন', বিস্ফোরক মন্তব্য অধীরের
অবশেষে বাবরি মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন হুমায়ুনের, কী প্রতিক্রিয়া অগ্নিমিত্রার?