কলকাতায় কেমন পড়বে ঘূর্ণিঝড় দানা-র প্রভাব? কেমন থাকবে আজকের আবহাওয়া, দেখে নিন এক ঝলকে
আজ কলকাতা, হাওড়া, হুগলি সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। লাল সতর্কতা জারি দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে।
বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকালের মধ্যে দানা শক্তি বাড়িয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে তা আগেই জানানো হয়েছে। তারপর তা ২৪ ঘন্টার মধ্যে আছড়ে পড়বে স্থলভাবে।
যে কারণে আজ বৃহস্পতিবার রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টি হবে কলকাতা, হাওড়া, হুগলি ও উত্তর ২৪ পরগনায়। তেমনই ভারী বৃষ্টি হবে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায়।
অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে। এই কয় এলাকায় লাল সতর্কতা জারি করা হয়ে। এই এলাকাগুলোতে শনিবার পর্যন্ত হবে বৃষ্টি।
এদিকে বুধবার বিকেল থেকে ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড় হওয়ার কথা আগেই জানিয়েছে আবহাওয়া দফতর।
২৪ অক্টোবর রাত থেকে ২৫ অক্টোবর সকালের মধ্যে শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড়ের আকার নেবে দানা। উপকূলে আছড়ে পড়বে। এর কারণে কাল অর্থাৎ বুধবার থেকেই হালকা ও মাঝারি বৃষ্টি শুরু হয়েছে।
আজ বৃহস্পতিবার বৃষ্টিতে ভিজবে কলকাতা-সহ দুই পরগনা। বৃহস্পতি ও শুক্রবার কলকাতায় জারি হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা।
আজ ৭০-২০ সেন্টিমিটার বৃষ্টি হতে পারে। কমলা সতর্কতা জারি হয়েছে। শনিবারও শহরের কোনও কোনও অংশে হালকা ও মাঝারি বৃষ্টি হবে।
আজ ঘূর্ণিঝড়ের প্রভাবে সন্ধ্যা থেকে ঘন্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে জোড়ো হাওয়া বইতে পারে। সর্বোচ্চ বেগ পৌঁছাতে পারে ৮০ কিলোনিটারে।
এই ঝড়ের প্রভাবে গাছ ভেঙে পড়তে পারে তেমনই নিচু এলাকায় জল জমতে পারে। তেমনইবন্ধর এলাকায় জারি হয়েছে সতর্কতা।
বৃহস্পতিবার সকাল থেকেই আকাশের মুখ ভার। আজ গোটা দিন বৃষ্টির সম্ভাবনা আছে প্রবল। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া।