- Home
- Lifestyle
- Lifestyle Tips
- Dol Yatra 2023: একেক ধরনের মানুষ একেক রঙের মস্তিষ্কে গড়ে ওঠেন, জেনে নিন আপনার পছন্দের রঙের সাথে আপনার চারিত্রিক বৈশিষ্ট্য়গুলি
Dol Yatra 2023: একেক ধরনের মানুষ একেক রঙের মস্তিষ্কে গড়ে ওঠেন, জেনে নিন আপনার পছন্দের রঙের সাথে আপনার চারিত্রিক বৈশিষ্ট্য়গুলি
সামনেই রঙের উৎসব দোলযাত্রা। আমাদের মস্তিষ্কও চালিত হয় একেকটি বিশেষ ধরনের রঙে। আপনি কোন রঙে আসক্ত?
| Published : Mar 04 2023, 02:24 PM IST / Updated: Mar 07 2023, 10:43 AM IST
- FB
- TW
- Linkdin
আমাদের অবচেতন মন বিভিন্ন রং থেকে অর্থ তৈরি করতে থাকে।
রঙগুলি যদি অপছন্দের অনুভূতি জাগিয়ে তোলে, তাহলে আমরা সেই রঙের দিকে খুব-একটা তাকাতেই চাই না।
বিশেষজ্ঞরা বলছেন, একেকটি পছন্দের রঙের সাথে জড়িয়ে থাকে মানুষের চারিত্রিক গুণাবলী।
আপনার পছন্দের রঙ যদি হয় লাল, তাহলে আপনার ইচ্ছেশক্তি প্রবল।
লাল পছন্দের মানুষরা উচ্চাকাঙ্ক্ষী হয়ে থাকেন এবং তাঁদের মধ্যে ভরপুর এনার্জি থাকে।
যদি আপনার পছন্দের রঙ হয় নীল, তাহলে আপনি একটি নির্দিষ্ট নীতি মেনে চলতে ভালোবাসেন।
শৃঙ্খলাপরায়ণ জীবনযাপনের পাশাপাশি আপনি খুবই শান্তিপ্রিয় মানুষ।
রঙের মনোবিজ্ঞানীদের মতে, সবুজ রঙ পছন্দকারী মানুষরা ভীষণভাবে নিরাপদ থাকতে চান এবং সবসময় নিজেদের কাজের জন্য স্বীকৃতি পাওয়ার ইচ্ছে রাখেন।
সবুজপ্রিয় মানুষরা মানুষকে ভালোবাসতে এবং ভালোবাসা পেতে ভালোবাসেন।
হলুদ রং যাঁদের খুব প্রিয়, তাঁরা সব কিছুতে ভীষণ নিখুঁত থাকতে চান।
হলুদপ্রিয় ব্যক্তিদের কাছে স্বপ্ন দেখাটা একটা প্রিয় শখ।
কমলা রং যাঁদের প্রিয়, তাঁরা একেবারে সামাজিক প্রজাপতি।
এঁরা ভীষণভাবে মানুষের সঙ্গে মিশে থাকতে ভালোবাসেন এবং মানুষকে খুব আপন করে নেন।
বাদামি রংবিলাসী মানুষরা খুব সাধারণ জীবনযাপন করতে ভালোবাসেন।
গুটিকয়েক বন্ধুবান্ধব এবং পরিবারের সদস্যদের সঙ্গে মিশে থেকেই আনন্দ পান।
কালো রং অনেক মানুষেরই খুব পছন্দের। এই রং যাঁদের প্রিয় তাঁরা স্বাধীন থাকতে বিশেষভাবে পছন্দ করেন।
এঁদের ব্যক্তিত্ব প্রবল ইচ্ছাশক্তিসম্পন্ন হয়ে থাকে।
কিছু মানুষ আবার সাদা রং খুব ভালোবাসেন। সাদা রঙের প্রধান বৈশিষ্ট্য়ই হল সরলতা।
সাদাপ্রিয় মানুষজন খোলামেলা মনের হন এবং অন্যদের মধ্যেও সততা আশা করেন।
সরল জীবনযাপন করেই সাদা রঙের মানুষরা ভীষণভাবে আত্মবিশ্বাসী হন।