ফেব্রুয়ারিতেই ডিএ ঘোষণা? বাড়ছে কত শতাংশ? বাংলার রাজ্য সরকারি কর্মীদের জন্য দারুণ খবর

Published : Jan 17, 2026, 04:40 PM IST

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজ্য বাজেট পেশ হতে চলেছে ফেব্রুয়ারিতে। এই বাজেটে সরকারি কর্মীদের দীর্ঘদিনের দাবি মেনে ডিএ বৃদ্ধির বড় ঘোষণা হতে পারে বলে জল্পনা তুঙ্গে। কত শতাংশ ডিএ বাড়তে পারে, তা নিয়ে কর্মীদের মধ্যে প্রবল আশা তৈরি হয়েছে।

PREV
15

রাজ্যের দুয়ারে কড়া নাড়ছে বিধানসভা নির্বাচন। সব ঠিক থাকলে দুই মাস পর হবে নির্বাচন। তার আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবছরের রাজ্য বাজেট। মমতা সরকারের এটা তৃতীয় মেয়াদের শেষ বাজেট। এই বাজেটে মিলবে চমক, এমন আন্দাজ সকলের।

25

বিধানসভায় রাজ্য বাজেট পেশ করা হতে পারে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে। যেখানে সাধারণ মানুষের মন জয় করতে একাধিক ঘোষণা হবে বলে মনে করছেন সকলে। বিশেষ করে এই বাজেটে ঘোষণা হতে পারে ডিএ। এমনই আশা সকলের মনে।

35

মহার্ঘ ভাতা বা ডিএ নিয়ে দীর্ঘদিন ধরে অসন্তোষ চলছে। এই টানাপোড়েনের মাঝে এবারের বাজেট বড়সড় ঘোষণার সম্ভাবনা আছে। এমনই ধারণা সর্বত্র। কারণ রাজ্য সরকারি কর্মীরা দীর্ঘদিন ধরে অসন্তুষ্ট। এই বাজেট তাদের মুখে হাসি ফুটতে চলেছে।

45

এখন প্রশ্ন হল ডিএ বাড়বে কত শতাংশ? সূত্রের খবর, রাজ্য বাজেটে অন্তত এক কিস্তি ডিএ বৃদ্ধি করতে পারে সরকার। তবে সেটা ৩ শতাংশ না ৪ শতাংশ হবে, নাকি তার চেয়ে বেশি হবে এই সব এখনও স্পষ্ট নয়।

55

এদিকে, শেষ দুটি রাজ্য বাজেটে ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছিল অর্থমন্ত্রী। তাই বর্তমানে ডিএ নিয়ে বাজেটে যে ঘোষণা হতে পারে তা নিয়ে আশায় আছেন সকলে। কর্মীদের কথা মাথায় রেখে অন্তত এই বাজেটে ডিএ ঘোষণা হতে পারে বলে আশা সর্বত্র।

Read more Photos on
click me!

Recommended Stories