ডিএ বা মহার্ঘ ভাতা নিয়ে জল্পনার অবসান। আগামী সপ্তাহেই বকেয়া ২৫% ডিএ নিয়ে বিজ্ঞপ্তি জারি করতে পারে নবান্ন।
210
নবন্নে বৈঠক
সূত্রের খবর, ডিএ নিয়ে নবান্নে বৈঠক হয়। সেখানে উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। ছিলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ, অর্থসচিব প্রভাত মিশ্র।
310
আলোচনায় ডিএ
সূত্রের খবর সেই বৈঠকেই রাজ্যের সরকারি কর্মীদের বকেয়া ২৫% ডিএ নিয়ে আলোচনা হয়েছে। কীভাবে টাকা দেওয়া হবে তাই নিয়ে আলোচনা হয়েছে বলেও জানিয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারি কর্মী।
সূত্রের খবর আগামী সপ্তাহেই ডিএ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হতে পারে। সোম বা মঙ্গলবারের মধ্যেই জারি করা হতে পারে বিজ্ঞপ্তি।
510
সুপ্রিম কোর্টের নির্দেশ
গত ১৬ মে সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে পঞ্চম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী বকেয়া ২৫% শতাংশ ডিএ মিটিয়ে দিতে নির্দেশ দিয়েছিল। ২৭ জুন পর্যন্ত সময় দেওয়া হয়েছিল।
610
রাজ্য সরকারের সিদ্ধান্ত
সূত্রের খবর রাজ্য সরকার মনস্থির করেছে জুন মাসের মধ্যেই রাজ্যে সরকার বকেয়া ২৫% ডিএ দিয়ে দেবে। সেইমত প্রস্তুতি শুরু করা হয়েছে।
710
ডিএ দেওয়ার প্রক্রিয়া
রাজ্য সরকার দুইভাবে ডিএ দেবে বলেও সূত্রের খবর। নবান্ন সূত্রের খবর সুপ্রিম কোর্টের নির্দেশ মত বকেয়া ২৫ শতাংশ ডিএ দুটি ভাগে ভাগ করে নবান্ন সরকারি কর্মীদের কাছে পৌঁছে দেবে। ২৫ শতাংশ ডিএ-র ৮০ শতাংশই দেওয়া হতে পারে কর্মীদের স্যালারি অ্যাকাউন্টে।
810
নগদও দিতে পারে
সূত্রের খবর অনুযায়ী, রাজ্য সরকার কর্মীদের বকেয়া ডিএ-র ৮০% নগদে দেওয়ার কথাও আলোচনা করেছে।
910
বাকি টাকা
বাকি ২০ শতাংশ দেওয়া দেওয়া হতে পারে কর্মীদের প্রভিডেন্ট অ্যাকাউন্টের মাধ্যমে।
1010
পেনশনভোগীদের ডিএ
পেনশনভোগী ও যারা ফ্যামেলি পেনশন পান তাদের ক্ষেত্রে এই মহর্ঘ ত্রাণের পুরো টাকাই দেওয়া হতে পারে পেনশন অ্য়াকাউন্টে।