- Home
- West Bengal
- West Bengal News
- পয়লা বৈশাখের পরেই মহার্ঘ ভাতা নিয়ে সুখবর? সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলায় নয়া আপডেট
পয়লা বৈশাখের পরেই মহার্ঘ ভাতা নিয়ে সুখবর? সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলায় নয়া আপডেট
DA Case In Supreme Court: দীর্ঘ তিন মাস পরে মঙ্গলবার সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি হল। তবে এখনও মামলার নিষ্পত্তি হয়নি। রাজ্যের সরকারি কর্মীদের আশা পয়লা বৈশাখের পরই পেতে পারেন সুখবর।
- FB
- TW
- Linkdin
)
সুপ্রিম কোর্টে ডিএ মামলা
দীর্ঘ তিন মাস পরে মঙ্গলবার সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি হল। তবে এখনও মামলার নিষ্পত্তি হয়নি। রাজ্যের সরকারি কর্মীদের আশা পয়লা বৈশাখের পরই পেতে পারেন সুখবর।
নতুন বেঞ্চে শুননি
এদিন সুপ্রিম কোর্টের ১৬ নম্বর ঘরে বিচারপতি সঞ্জয় করোল ও বিচারপতি মনোজ মিশ্রের ডিভেশন বেঞ্চে উঠেছিল ডিএ মামলা।
মামলা শোনা
ডিএ আন্দোলনকারীদের কথায় এদিন সুপ্রিম কোর্ট ডিএ মামলার কিছুটা শুনেছেন। এপ্রিলে আবারও শুনবেন বলে জনিয়েছেন।
সংগ্রামী যৌথ মঞ্চ
সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ জানিয়েছেন, দীর্ঘ আড়াই বছর পর এদিন এই মামলার খানিকটা শুনানি হয়েছে। সুপ্রিম কোর্ট আপাতত জানিয়েছে, এপ্রিল মাসে ফের এই মামলা শোনা হবে।
রাজ্যের সরকারি আইনজীবী
রাজ্য সরকারের পক্ষে এদিন সওয়াল করেন অভিষেক মনু সিংভি। তিনি আদালতে বলেন রাজ্যের সরকারি কর্মীরা ডিএ পান। কিন্তু তাঁরা কেন্দ্রের হারে ডিএ চাইছেন।
সংগ্রামী যৌথ মঞ্চের আবেদন
ডিএ মামলায় পার্টি হওয়ার জন্য সংগ্রামী যৌথ মঞ্চ আবেদেন করেছিল সুপ্রিম কোর্টে। সেই আবেদন গৃহীত হয়েছে।
টপ অব দ্যা বোর্ড
এদিন আদালতে সবপক্ষই আগামী শুনানির দিন মামলাটি টপ অব দ্যা বোর্ডে রাখার আবেদন জানিয়েছিলেন। তাতে সম্মন হয়েছে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ।
পরবর্তী শুনিন
এদিন সুপ্রিম কোর্টে সবপক্ষের সঙ্গে আলোচনা করেই ডিএ মামলার পরবর্তী শুনানির দিন ২২ এপ্রিল ধার্য করা হয়েছে। অর্থাৎ পয়লা বৈশাখের পরই হবে শুনানি।
এপ্রিল থেকে নতুন ডিএ
বাজেটে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার রাজ্যের সরকারি কর্মীদের জন্য ৪ শতাংশ হরে ডিএ ঘোষণা করেছিল। এপ্রল থেকেই কার্যকর হবে বর্ধিত ডিএ।
আড়ই বছর ধরে লড়াই
রাজ্যের সরকারি কর্মীরা ডিএর দাবিতে দীর্ঘ দিন ধরেই সরব রয়েছে। সুপ্রিম কোর্টে আইনি লড়ই লড়ছে গত আড়াই বছর ধরে।
এপ্রিল থেকে ১৮ শতাংশ হাতে ডিএ
নতুন ঘোষণা অনুযায়ী রাজ্যের সরকারি কর্মীরা এপ্রিল থেকেই ১৮ শতাংশ হারে ডিএ পাবেন।
রাজ্যের সরকারি কর্মীদের দাবি
রাজ্যের সরকারি কর্মীদের দাবি কেন্দ্রের সঙ্গে সমহরে ডিএ। যদিও কেন্দ্রের সরকারি কর্মীরা ৫৩ শতাংশ হারে ডিএ পান।