অভিজিৎ গঙ্গোপাধ্যায় না দেবাংশু ভট্টাচার্য! পাল্লা ভারী কার দিকে? গণনার আগেই বেড়িয়ে এল চাঞ্চল্যকর রিপোর্ট

অভিজিৎ গঙ্গোপাধ্যায় না দেবাংশু ভট্টাচার্য! পাল্লা ভারী কার দিকে? গণনার আগেই বেড়িয়ে এল চাঞ্চল্যকর রিপোর্ট

ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে পূর্ব মেদিনীপুরের ভোট গ্রহণ পর্ব। পূর্ব মেদিনীপুরের তমলুক ও কাঁথি দুই লোকসভা নিয়েই আশাবাদী তৃণমূল-বিজেপি দু'জনেই। তবে ঠিক কত ভোট ঝুলিতে আসবে তা নিয়ে অঙ্ক কষা শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের জন্য বৃহস্পতিবার ভোট অঙ্ক কষতে বৈঠক করেছে তৃণমূল।

তমলুকে দেবাংশুই জিতছে কি না তা জানতে বিধায়ক কার্যালয়ে বৈঠক করে তৃণমূলের জেলা নেতৃত্বরা। এদিন এই বৈঠকে উপস্থিত ছিলেন, তমলুক লোকসভা নির্বাচনী কমিটির চেয়ারম্যান সৌমেন মহাপাত্র, দলের জেলা (তমলুক) সভাপতি অসিত বন্দ্যোপাধ্যায়, চেয়ারম্যান চিত্তরঞ্জন মাইতি, রাজ্যের মৎস্য বিপ্লব রায়চৌধুরী, নন্দকুমারের বিধায়ক সুকুমার দে এবং মহিষাদলের বিধায়ক তিলক চক্রবর্তী। ।

Latest Videos

তৃণমূল সূত্রের খবর, এই বৈঠকে দলের ব্লক ও শহর সভাপতিদের কাছ থেকে তমলুকের নির্বাচনের সম্ভাব্য ফলাফলের রিপোর্ট নেওয়া হয়। এই রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, দেবাংশু নন্দীগ্রাম-১ হাজার, মহিষাদল, হলদিয়া, তমলুক, কোলাঘাট ব্লকে ১০ হাজার, নন্দকুমার, ময়না ব্লকে পাঁচ হাজার, সুতাহাটা ব্লকে ৪ হাজার, শহিদ মাতঙ্গিনী ব্লকে ২ হাজার ভোটে এগিয়ে থাকবেন।

এ ছাড়া তমলুক শহরে ৭ হাজার এবং হলদিয়া শহরে পাঁচ হাজার ভোটে এগিয়ে থাকবেন। তবে নন্দীগ্রাম-২ ব্লক এলাকায় প্রায় আড়াই হাজার ভোট ঘাটতি থাকবে বলে জানা গিয়েছে।

সব মিলিয়ে প্রায় ৭০ হাজার ভোটে জিততে পারেন দেবাংশু এমনই জানা গিয়েছে তৃণমূল সূত্র মারফত।

এ প্রসঙ্গে সৌমেন মহাপাত্র জানিয়েছেন, " সম্ভাব্য ফলাফল নিয়ে ব্লক ও শহর সভাপতিদের রিপোর্ট খতিয়ে দেখা হয়েছে। তাতে নন্দীগ্রাম-সহ সাতটি বিধানসভা এলাকাতেই দেবাংশু ভট্টাচার্য এগিয়ে থাকবেন। নন্দীগ্রাম-২ ব্লকে কিছুটা ঘাটতি থাকবে। তবে সামাগ্রিকভাবে নন্দীগ্রাম বিধানসভায় আমরা এগিয়ে থাকব।"

অন্যদিকে অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় জিতবেন বলেই দাবি বিজেপির। ৪ঠা জুনই সব উত্তর পাওয়া যাবে বলে জানিয়েছে বিজেপি।

Share this article
click me!

Latest Videos

‘সরকারকে প্রশ্ন করলেই সরকার উলঙ্গ হয়ে যাবে!’ বক্তব্য রাখতে না দেওয়ায় বিস্ফোরক Sajal Ghosh
Mamata Banerjee Live: নবান্নে সাংবাদিক সম্মেলনে মমতা, দেখুন সরাসরি
‘অনেকদিন পর কেষ্টদা ফিরেছে তাই একটু বিশৃঙ্খলা হচ্ছে’ অদ্ভুত ব্যাখ্যা Satabdi-র! | Satabdi Roy News
উপনির্বাচনে (By Election) কেমন ফল করবে বিজেপি? দেখুন কী বললেন শুভেন্দু | Suvendu Adhikari
Bear Rescue Operation | বরফের মধ্যে ভাল্লুকের প্রান বাঁচাল ভারতীয় সেনা, দেখুন দুঃসাহসিক ভিডিও