পরের পর বাতিল হচ্ছে রেশন কার্ড! নিজেরটা বাঁচাবেন কী করে? জেনে নিন উপায়
পরের পর বাতিল হচ্ছে রেশন কার্ড। ২০২১ সাল থেকে এখনও পর্যন্ত প্রায় ১ কোটি ৬৬ লক্ষ রেশন কার্ড বাতিল করা হয়েছে। রেশন কার্ড বাতিল হওয়ার পিছনে কারণ দেখান হয়েছে ekyc কেওয়াইসি-র সমস্যাকে।
ইকেওয়াইসি সঠিক ভাবে আপডেট না থাকর কারণে ব্লক করা হয়েছে একাধিক রেশন কার্ডকে। উপযুক্ত নথি দিতে পারলেই পুনরায় আবার চালু হয়ে যাচ্ছে রেশন কার্ড। এই কেওয়াইসি আপডেট করতে আর বাইরে কোথাও যেতে হবে না। ঘরে বসেই আপডেট করে নিতে পারবেন আপনার রেশন কার্ড। আসুন জেনে নেওয়া যাক, রেশন কার্ড আপডেট করার প্রক্রিয়া-
রেশন কার্ডটি পেতে প্রথমে খাদ্য দফতরের অফিসিয়াল পেজে যেতে হবে। ওই ওয়েবসাইটে রেশন কার্ডের জন্য আলাদা একটি অপশন রয়েছে।
১) সেই অপশনে ঢুকে চেক ইওর রেশন কার্ড স্ট্যাটাস অপশনটিতে ক্লিক করতে হবে।
২) রেশন কার্ডের নম্বর ও ক্যাটাগরি নির্ধারণ করে সঠিক ক্যাপচা বসাতে হবে।
৩) এরপর সার্চ অপশনে ক্লিক করলে রেশন কার্ডটি ডিঅ্যাক্টিভ দেখালে কেওয়াইসি করতে হবে।
৪) নির্দিষ্ট ওয়েবসাইটে ই কেওয়াইসির বলে অপশন রয়েছে , সেই অপশনে ক্লিক করলে একটি নতুন পেজ খুলবে এবার লিঙ্ক আধার উইথ ডিএক্টিভেটেড অর নিউলি কার্ড এই অপশনটিতে ক্লিক করতে হবে।
৫) এরপর ফের দিতে হবে রেশনের নম্বর ও ক্যাটাগরি। এবার আঁধার অ্যান্ড মোবাইল নম্বর বলে একটি অপসন আসবে সেটায় ক্লিক করলে ফোনে একটি ওটিপি আসবে সেটা সাবমিট করে দিতে হবে। এরপর সমস্ত তথ্য ভালো করে যাচাই করে নিয়ে ভেরিফাই সাবমিট করে দিলেই সম্পূর্ণ হবে রেশন কার্ড আপডেট পক্রিয়াটি।