Published : May 29, 2025, 02:24 PM ISTUpdated : May 29, 2025, 07:15 PM IST
দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। নিম্নচাপের প্রভাবে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
আজ দক্ষিণ বঙ্গে দুই ২৪ পরগনা ও দুই মেদিনীপুর, নদীয়াতে ভারি থেকে অতিভারি বৃষ্টি সঙ্গে ৪০-৫০ ঝোড়ো হাওয়া। এছাড়া বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি চলবে।
210
বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। এরফলে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের ওড়িশা উপকূলের কাছে সুস্পষ্ট নিম্নচাপের অবস্থান রয়েছে।
310
শুক্রবার ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের সব জেলাতে। প্রবল বৃষ্টি বা অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে সাত জেলাতে। পূর্ব ও পশ্চিম বর্ধমান পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম এবং হুগলী জেলাতে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির আশঙ্কা।
পারাদ্বীপ থেকে নিম্নচাপ এখনও ১৯০ কিলোমিটার পূর্ব-উত্তর পূর্বে রয়েছে, দিঘা থেকে ১৩০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। বাংলাদেশের খেপুপাড়া থেকে নিম্নচাপের দূরত্ব ২১০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ পশ্চিম।
510
কলকাতা সহ বাকি জেলাতে ৭০ থেকে ১১০ মিলিমিটার অর্থাৎ ভারী বৃষ্টির সতর্কতা। শনিবারেও ভারী বৃষ্টির সতর্কতা থাকবে বীরভূম মুর্শিদাবাদ জেলাতে।
610
আগামী ২৪ ঘণ্টায় এটি শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে। প্রাথমিকভাবে এটি উত্তর অভিমুখে অগ্রসর হচ্ছে। এটি খুব আস্তে আস্তে দক্ষিণ দিকে অগ্রসর হবে।
710
নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল থাকবে। উত্তর বঙ্গোপসাগর এবং মধ্য বঙ্গোপসাগরে গভীর সমুদ্রে যেতে মৎস্যজীবীদের নিষেধাজ্ঞা। ৩১ মে শনিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা করা হয়েছে।
810
হাওয়ার গতিবেগ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার থাকবে ঘন্টায়। দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে। বিক্ষিপ্ত ভাবে হাওয়া বইবে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে।
910
গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও কোনও কোনও জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এছাড়া হওয়ার গতি থাকবে ঘন্টায় ৪০-৫০ কিলোমিটার। বৃহস্পতিবার হাওয়ার গতি বেড়ে ৪৫-৫০ থেকে ঘন্টায় ৬০ কিলোমিটার হওয়ার সম্ভাবনা রয়েছে উপকূলের জেলাগুলিতে।
1010
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, মৌসুমী বায়ু আরও অগ্রসর হয়ে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের বাকি অংশে প্রবেশ করেছে। এরফলে আগামী দু'দিনের মধ্যে পশ্চিমবঙ্গের বেশ কিছুটা অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জারি লাল সতর্কতা।