
Weather News: দুর্যোগের মুখে সুন্দরবন! ঝোড়ো হাওয়া-বৃষ্টিতে ঘোর বিপদ, প্রশাসনের জরুরি সতর্কবার্তা
Weather Latest News: আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে সুন্দরবনসহ উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা। অমাবস্যার ভরা কোটালের জেরে প্লাবনের আশঙ্কা। সকাল থেকেই আকাশ মেঘলা এবং কোথাও কোথাও বৃষ্টির দাপট। প্রশাসনের তরফে পর্যটকদের নদীতে না নামার কড়া নির্দেশ।