কোনপথে দিলীপ ঘোষ? মোদী-শাহর বঙ্গ সফরের আগেই দিল্লি থেকে এল বড় নির্দেশ

Published : May 27, 2025, 05:12 PM IST

Dilip Ghosh: দিলীপ ঘোষ এবার কী করবেন, জল্পনার অবসান ঘটিয়ে দিল্লি থেকে বিজেপি নেতার জন্য এল কড়া নির্দেশ। তেমনই জানিয়েছে বিজেপির একটি সূত্র। নরেন্দ্র মোদী অমিত শাহের বঙ্গে সফরের আগেই এই নির্দেশ যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

PREV
112
দিলীপ ঘোষ

রাজ্য বিজেপি সবথেকে সফল রাজ্যসভাপতি। কিন্তু বর্তমানে তিনি রাজ্য বিজেপিতে অনেকটাই কোনঠাসা- তেমনই গুঞ্জন রাজ্যে।

212
দিঘা যাত্রা

দিলীপ ঘোষের দিঘার জগন্নাথ মন্দির দর্শনের পর আরও বেহাল দশা রাজ্য বিজেপিতে। বর্তমানে দলের একাধিক বৈঠক হচ্ছে দিলীপ বর্জিত। কারণ দিঘায় তিনি মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে দেখা করেছিলেন। যা ভাল চোখে নেয়নি গেরুয়া শিবির

312
দিলীপের বক্তব্য

রাজ্য বিজেপিতে কোনঠাসা হলেও দিলীপ ঘোষ স্পষ্ট জানিয়েছেন তিমি কোনও পরিস্থিতিতেই বিজেপি ছাড়বেন না।

412
দিল্লি থেকে এল নির্দেশ

এই পরিস্থিতিতেই দিল্লি থেকে দিলীপ ঘোষের জন্য এল কড়া নির্দেশ। তেমনই বলছে বিজেপির একটি সূত্র।

512
কড়া বার্তা দিলীপকে

বিজেপি সূত্রের খবর আগের মতই কাজ করে যাওয়ার নির্দেশ দিয়েছে দিল্লির নেতারা। আরএসএস-এর তরফ থেকেও দিলীপের জন্য এসেছে বার্তা। বলা হয়েছে আগে যেমন কাজ করছিলেন এখন ঠিক তেমনভাবেই কাজ করতে হবে।

612
কোথায় কাজ করবেন?

কোথায় কাজ করবেন দিলীপ ঘোষ- তাও নির্দেশ দেওয়া হয়েছে। বলা হয়েছে তাঁর পুরনো লোকসভা কেন্দ্র মেদিনীপুরেই কাজ করতে হবে। অর্থাৎ নিজের এলাকাতেই ফিরে গেলেন দিলীপ।

712
বিজেপির কর্মসূচি

বিজেপি নিয়মিত যেসব কর্মসূচি হয় সেখানেও দিলীপকে ডাকা হবে এবার থেকে। আর সেই কর্মসূচিতে তাঁকে যোগ দিতেও বলা হয়েছে।

812
ভরসা দিলীপে

বিজেপির একটি সূত্রের খবর, রাজ্য বিজেপির একটি অংশ দিলীপকে কোনঠাসা করে রাখতে চাইলেও দিল্লির নেতাদের পুরো আস্থা রয়েছে দিলীপের ওপর। তারা ভরসা রেখছেন দিলীপের ওপর।

912
দিলীপের কর্মসূচি

রবিবার খড়গপুর, বেলদা ও দাঁতনে কর্মসূচি করেছেন প্রাক্তন সাংসদ। এরই মধ্যে এবার দিলীপকে নিয়ে স্পষ্ট বার্তা দিল দিল্লি।

1012
বিতর্ক চায় না কেন্দ্র

বিজেপি সূত্রের খবর, দিলীপকে নিয়ে আর নতুন করে কোনও বিতর্ক চায় না দিল্লি। আর সেই কারণেই দিলীপকে পুরোপুরি কাজে লাগাতে চায় গেরুয়া শিবির। মোদী-শাহ-এর বঙ্গ সফরের আগেই দিলীপ বিতর্কে ইতি টানতে মরিয়া দিল্লি বিজেপি।

1112
দিলীপ-সংঘাত

বিয়ে আর তারপরই স্ত্রীকে নিয়ে দিঘা যাত্রা- কটাক্ষ করেছিল শুভেন্দু। তার উত্তর দিয়েছিলেন দিলীপ। যদিও দুই নেতাই কারও নাম নেননি। কিন্তু তাতেও প্রকাশ্যে এসেছিল দুই নেতার সংঘাত।

1212
তারপরই একা দিলীপ

তারপর থেকেই রাজ্য বিজেপিতে কিছুটা হলেও কোনঠাসা হয়ে পড়েন দিলীপ ঘোষ। তবে দিল্লির নির্দেশের পরে দিলীপের কী অবস্থা হয় সেটাই এখন দেখার।

Read more Photos on
click me!

Recommended Stories