শুধু DA নয়, এবার ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে মমতা সরকারকে! ফের সুপ্রিম কোর্টে হারল রাজ্য সরকার

Published : May 27, 2025, 10:19 AM IST

শুধু DA নয়, এবার ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে মমতা সরকারকে! ফের সুপ্রিম কোর্টে হারল রাজ্য সরকার, কেন দিতে হবে এই বিপুল অঙ্কের টাকা?

PREV
17

ফের সুপ্রিম কোর্টে হারল মমতা সরকার। এবার ক্ষতিপূরণ দিতে হবে ১০ কোটি টাকা। একেই ডিএ মামলায় গো হারা হেরেছে রাজ্য সরকার। তারমধ্যে ফের হারল সুপ্রিম কোর্টে।

27

এসএসসি নিয়েও তোলপাড় রাজ্য। তার মধ্যেই আবার বড় অঙ্কের ক্ষতিপূরণ দিতে হচ্ছে রাজ্য সরকারকে।

37

সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যকে ১০ কোটি ৫৩ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। কিন্তু কেন এত টাকা ক্ষতিপূরণ দিতে হবে রাজ্যকে?

47

জানা গিয়েছে, জমি অধিগ্রহণ করে উদ্যান তৈরির জন্যেই ক্ষতিপূরণ দিতে হবে রাজ্য সরকারকে।

57

রাজ্য ও সাঁইথিয়া পুরসভার মধ্যে দীর্ঘদিনের লড়াই চলছিল। অবশেষে জয় পেল সাঁইথিয়া পুরসভা। প্রায় ৩৯ বছর পরে ক্ষতিপূরণ পেতে চলেছেন জমিদাতারা।

67

১৯৮৬ সালে জমি অধিগ্রহণ করা হয়েছিল প্রায় ৮৩ লক্ষ টাকা দিয়ে। সাঁইথিয়ায় কমিউনিটি হল এবং শিশুদের খেলার জায়গার জন্য জমি অধিগ্রহণ করা হয়েছিল। প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় এই উদ্যান তৈরির জন্য সাংসদ তহবিল থেকে টাকা দিয়েছিলেন।

77

সম্প্রতি বিজ্ঞপ্তি দিয়ে রাজ্য সরকার ক্ষতিপূরণের বিষয়টি জানিয়েছে। এই প্রসঙ্গে সাঁইথিয়া পুরসভার তরফে আইনজীবী আশীষ চৌধুরী জানান, “মামলাটি দীর্ঘদিন কলকাতা হাইকোর্টে বিচারাধীন ছিল। সুপ্রিম কোর্টে শুনানি হয়েছে। জমিটি অধিগ্রহণের সময় পৌরসভা অধিগ্রহণ বাবদ ক্ষতিপূরণ দিয়ে দিয়েছিল। তাই এখন পুরসভার নতুন করে টাকা দেওয়ার প্রশ্ন নেই।”

Read more Photos on
click me!

Recommended Stories