বঙ্গোপসাগরে সক্রিয় ঘূর্ণাবর্তের জেরে আজ থেকেই ফের বৃষ্টি শুরু হবে। নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল থাকায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস।
বৃষ্টি থেকে রেহাই মিলেছিল ছিল ঠিক ২ দিন। গতকাল রাত থেকে ফের শুরু হয়েছে বৃষ্টি। সূত্রের খবর, বঙ্গোপসাগরে উত্তর ওড়িশা উপকূলে একটি সক্রিয় ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আজ মঙ্গলবার এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে। যার জেরে ফের হবে বৃষ্টি। ভাসবে বঙ্গ।
25
নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল থাকবে। আজ মঙ্গলবার থেকে চলবে বৃষ্টি। সমুদ্র উত্তাল হয়ে থাকার কারণে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের।
35
আজ কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। যদিও কালরাত থেকেই শুরু হয়েছে বৃষ্টি। আজ পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া পূর্ব বর্ধমান, হুগলি, এবং হাওড়ায় হবে বৃষ্টি। কলকাতাতেও হবে বৃষ্টি।
আজ কলকাতায় আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে। মূলত আংশিক মেঘলা আকাশ থাকবে। হবে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। আজ শহরে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি।
55
কাল বুধবার ও বৃহস্পতিবার দক্ষিণের জেলায় বজ্রবিদ্যুৎ বৃষ্টি হবে। হবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি। সঙ্গে ৩০ থেকে ৪০ কিমি বেগে বইতে পারে হাওয়া। তেমনই কলকাতাতেও বাড়বে বৃষ্টি। দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া সংলগ্ন এলাকায় হবে বৃষ্টি। বৃহস্পতিবার পর্যন্ত চলবে বৃষ্টি। তারপর থেকে বদল হতে পারে আবহাওয়া।