নিম্নচাপের প্রভাবে সোমবার থেকে আবার বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গের জেলায়। দফায় দফায় চলছে বৃষ্টি।
বৃষ্টি হচ্ছে নিম্নচাপের কারণে। জোড়া নিম্নচাপ হয়েছে এ দেশে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে গভীর নিম্নচাপ দেখা গিয়েছে।
বঙ্গোপসাগরে নিম্নচাপের ওপর আছে মৌসুমী অক্ষরেখা। এর ফলে এই মরশুমে প্রথম মৌসুমি নিম্নচাপ তৈরি হয়েছে। এর প্রভাবে হয়েছে বৃষ্টি।
আলিপুর আবহাওয়া দফতরের খবর, রাজ্য থেকে সরে গিয়েছে নিম্নচাপ। শক্তিক্ষয় করে নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়েছে।
বুধবার থেকে তার প্রভাব কমবে রাজ্যে। আর তার দেরেই দক্ষিণে কমতে পারে বৃষ্টি।
হাওয়া অফিসের বিশেষ বুলেটিন বলছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর যে নিম্নচাপ ছিল, তা শক্তি হারিয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৮টা নাগাদ তা নিম্নচাপ অঞ্চল হিসেবে উত্তর ঝড়খণ্ড ও বিহারে অবস্থান করছিল। তবে, আজ থেকে বৃষ্টি থামবে না।
আজ বুধবার সতর্কতা জারি হয়েছে উত্তর-দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়ায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
বৃষ্টি হবে কলকাতা, হাওড়া, হুগলি সব বাকি জেলাতেও। তবে আজ থেকে কমতে পারে বৃষ্টি। সূত্রে খবর, বৃহস্পতি ও শুক্রবার থেকে ধীরে ধীরে বদল হবে আবহাওয়া।
আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াস।
Sayanita Chakraborty