- Home
- West Bengal
- West Bengal News
- Weather Update: সরে গিয়েছে নিম্নচাপ, আজ কি কমবে বৃষ্টি? কী পূর্বাভাস হাওয়া অফিসের?
Weather Update: সরে গিয়েছে নিম্নচাপ, আজ কি কমবে বৃষ্টি? কী পূর্বাভাস হাওয়া অফিসের?
গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর থেকে নিম্নচাপ সরে যাওয়ায় দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি কমতে পারে। তবে বৃষ্টি পুরোপুরি বন্ধ হবে না, দক্ষিণের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী কয়েকদিন বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত অব্যাহত থাকবে।

কদিন ধরে বৃষ্টিতে নাজেহাল অবস্থা সমস্ত রাজ্যবাসীর। টানা চলছে বৃষ্টি। এবার আবহাওয়ার নিয়ে বিরাট আপডেট দিল হাওয়া অফিস।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর যে নিম্নচাপ অঞ্চল ছিল, তা সরে গিয়েছে ঝাড়খণ্ডে। সেই কারণে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি কমতে পারে।
তবে বৃষ্টি যে একেবারে বন্ধ হবে এমন নয়। হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস আছে দক্ষিণের জেলাগুলোতে।
আজ শনিবার বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভাবে হালকা ও মাঝারি বৃষ্টি হবে। বৃষ্টি হবে বিভিন্ন জেলাতে।
রবিবারও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সামান্য হলেও বাড়বে। সারাদিন আছে বৃষ্টির সম্ভাবনা।
সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা আছে পুরুলিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতে। দক্ষিণবঙ্গে হবে বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি।
মঙ্গলবারও হতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। এদিন নদিয়া, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলাতে আছে বৃষ্টির সম্ভাবনা।
তেমনই উত্তরবঙ্গে আজ তেমন বৃষ্টির সম্ভাবনা নেই। কোনও কোনও জেলায় হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি।
রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গে আছে ভারী বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে হতে পারে বৃষ্টি।
আজ কলকাতা শহরে আছে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। আজ বাড়বে গরম। তাপমাত্রা ঘোরা ফেরা করবে ৩৩ থেকে ২৮ ডিগ্রির মধ্যে।

