- Home
- West Bengal
- West Bengal News
- WB Rain Alerts: গভীর নিম্নচাপের জেরে উত্তর-দক্ষিণবঙ্গে একটানা অতিভারী বৃষ্টি, কতদিন চলবে দুর্যোগ? রইল বিরাট আপডেট
WB Rain Alerts: গভীর নিম্নচাপের জেরে উত্তর-দক্ষিণবঙ্গে একটানা অতিভারী বৃষ্টি, কতদিন চলবে দুর্যোগ? রইল বিরাট আপডেট
WB Heavy Rainfall Alerts: নিম্নচাপের জেরে সোমবার ভোরবেলা থেকে একনাগাড়ে বৃষ্টিতে কার্যত জলযন্ত্রণা চরমে। কতদিন চলবে এই রকম আবহাওয়া? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

সক্রিয় নিম্নচাপের জেরে অতিবৃষ্টি
উত্তর বঙ্গোপসাগরের নিম্নচাপের অবস্থান। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ওড়িশা, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলে নিম্নচাপ। মধ্যপ্রদেশের নিম্নচাপের উপর দিয়ে বঙ্গোপসাগরের নিম্নচাপ পর্যন্ত বিস্তৃত মৌসুমী অক্ষরেখা। এর প্রভাবে ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টি। উপকূল ও সংলগ্ন জেলায় একনাগাড়ে বৃষ্টির সম্ভাবনা।
বঙ্গোপসাগরে নিম্নচাপ
মৌসুমী অক্ষরেখা বিকানির জয়পুর এরপর মধ্যপ্রদেশের নিম্নচাপের উপর দিয়ে বিস্তৃত হয়েছে। এরপর সিদ্ধি ও জামশেদপুরের ওপর দিয়ে বঙ্গোপসাগরে নিম্নচাপ পর্যন্ত বিস্তৃত।
উত্তর বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত
উত্তর বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে। এই নিম্নচাপের অবস্থান উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর ওড়িশা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূল। দক্ষিণ দিকে ঝুঁকে রয়েছে এবং শক্তিশালী হওয়ার সম্ভাবনা।
কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?
সোমবার অতিভারী বৃষ্টি পশ্চিম মেদিনীপুরে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি ছয় জেলাতে। বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ চব্বিশ পরগনা এবং পশ্চিম বর্ধমান জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে।
কোন কোন জেলায় ভারী বৃষ্টি?
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, মঙ্গলবার পাঁচ জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে নদীয়া, মুর্শিদাবাদ, বীরভূম পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতে। বুধবারে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি বেশি হবে নদীয়া, মুর্শিদাবাদ, বীরভূম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতে।
উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট
সোমবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সতর্কতা। বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস। মঙ্গলবারও দার্জিলিং, জলপাইগুড়ি, মালদহ, উত্তর দিনাজপুর জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।
মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ
নিম্নচাপ তৈরি হচ্ছে। সমুদ্র উত্তাল থাকবে। এই কারণে আগামী ২৪ঘন্টায় বাংলা ও ওড়িশার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। বাংলা ও ওড়িশার মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই চলবে ভারী বৃষ্টি। নদীর জলস্তর বৃদ্ধির সম্ভাবনা। নিচু এলাকা প্লাবিত হতে পারে। ট্রাফিক মুভমেন্ট স্লো হতে পারে।
কলকাতার আবহাওয়া
মেঘলা আকাশ। একনাগারে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। আজ ও কাল বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা বৃষ্টির পূর্বাভাস। নিম্নচাপের কারণে বৃষ্টির পরিমাণ বাড়বে। মেঘলা আকাশ ও বৃষ্টির কারণে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকবে।
কলকাতার তাপমাত্রার আপডেট
আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৬.১ ডিগ্রি। রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৩ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৭৮ থেকে ৯৭ শতাংশ। বৃষ্টি হয়েছে এখনও পর্যন্ত ১৭ মিলিমিটার।
ভিন রাজ্যেও ভারী বৃষ্টিপাত
প্রবল বৃষ্টি রাজস্থানে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি কোথাও এক্সট্রিম রেইনফল। ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড, ওড়িশা, গুজরাট ও মধ্যপ্রদেশ।
কোন কোন রাজ্যে ভারী বৃষ্টি
ভারী বৃষ্টির সতর্কতা রাজধানী দিল্লি সহ হরিয়ানা এবং চন্ডিগড়ে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং উত্তরবঙ্গ ও সিকিমেও ভারী বৃষ্টি। ভারী বৃষ্টি হবে অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড ও ত্রিপুরাতে। জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
মহারাষ্ট্র-গোয়াতেও ভারী বৃষ্টির পূর্বাভাস
জম্মু-কাশ্মীর, লাদাখ, মোজাফফরাবাদে ভারী বৃষ্টি। ভারী বৃষ্টি সৌরাষ্ট্র কচ্ছ উত্তর প্রদেশ, কর্ণাটক, হিমাচল প্রদেশ, উত্তরাখন্ডে। ছত্তিশগড়, কর্ণাটক, মধ্যপ্রদেশ, মধ্য মহারাষ্ট্র, কঙ্কন ও গোয়াতেও ভারী বৃষ্টির সতর্কতা।

