হুমায়ুন কবীরের জোড়া গোলাপ-এ কী ঘায়েল হবে পদ্ম-ঘাসফুল? প্রতীক থেকে প্রার্থী- একের পর এক চমক

Published : Dec 22, 2025, 11:35 AM IST

ভোটের আগেই পশ্চিমবঙ্গের রাজনীতিতে আত্মপ্রকাশ করতে চলেছে নতুন একটি রাজনৈতিক দলের। যা নিয়ে গত কয়েক দিন ধরেই উত্তাল রাজ্য রাজনীতি। তৃণমূলের সাসপেন্ডেড নেতা হুমায়ুন কবীর নতুন দল ঘোষণা করবেন আজ বেলা ১২টার সময়। ইতিমধ্যেই সভার প্রস্তুতি সারা। 

PREV
15
নতুন দল

ভোটের আগেই পশ্চিমবঙ্গের রাজনীতিতে আত্মপ্রকাশ করতে চলেছে নতুন একটি রাজনৈতিক দলের। যা নিয়ে গত কয়েক দিন ধরেই উত্তাল রাজ্য রাজনীতি। তৃণমূলের সাসপেন্ডেড নেতা হুমায়ুন কবীর নতুন দল ঘোষণা করবেন আজ বেলা ১২টার সময়। ইতিমধ্যেই সভার প্রস্তুতি সারা। বেলডাঙায় শুরু হয়েছে হুমায়ুন কবীর অনুগামীদের জমায়েত। এই পরিস্থিতিতেই জেনে নিন কবীরের নতুন দল সম্পর্কে বিস্তারিত তথ্য।

25
হুমায়ুন কবীরের দলের নাম

জনতার পার্টি তৈরি করতে চান হুমায়ুন কবীর। নিজের ঘনিষ্ট মহলে তেমনই জানিয়েছেন ভরতপুরের বিধায়ক। তবে দলের নাম কী হবে তা নিয়ে এখনও মুখে কুলুপ এঁটে রয়েছেন হুমায়ুন কবীরের ঘনিষ্টরা। তবে দলের নাম আজই ঘোষণা করা হবে। ফুল ফর্মও জানিয়ে দেওয়া হবে। তেমনই জানিয়েছেন হুমায়ুন কবীর।

35
দলের নাম

হুমায়ুন কবীর ঘনিষ্ট সূত্রে খবর নতুন দলের নাম হতে পারে জনতা উন্নয়ন পার্টি বা JUP। জনতার পার্টি তৈরি করার কথা একাধিকবার বলেছেন হুমায়ুন। সেই পথেই তিনি হাঁটছেন বলে মনে করছেন তাঁর ঘনিষ্ট অনুগামীরা। অনুগামীদের আশা এদিনের সভায় প্রচুর মানুষের জমায়েত হবে। মালদা মুর্শিদাবাদে শক্তি দেখাবেন হুমায়ুন।

45
দলের প্রতীক

হুমায়ুন কবীরের ঘনিষ্ট সূত্রের খবর, দলের প্রতীক হিসেবে প্রথম পছন্দ টেবিল। তবে সেটা না পেলে জোড়া গোলাপ ফুল প্রতীক করতে রাজি তিনি। যার অর্থ রাজ্যের দুই ফুল, পদ্ম আর জোড়া ফুলকে তিনি জোড়া গোলাপ দিয়েই বধ করতে চান। তাঁর দলের পতাকার রঙ জাতীয় পতাকার রঙের কাছাকাছি হতে পারে। অর্থাৎ তৃণমূল, জাতীয় কংগ্রেসের মতই তেরঙ্গা দলীয় পতাকা হিসেবে ব্যবহার করতে চান হুমায়ুন।

55
দলীয় কমিটি

প্রথম দিনেই ৭৫ জনের স্টেট কমিটি ঘোষণা করবেন হুমায়ুন। তবে সবথেকে বড় ঘোষণা হবে প্রার্থী। এদিনই বিধানসভা ভোটের জন্য চার জন প্রার্থীর নাম ঘোষণা করতে পারেন হুমায়ুন। তবে আরও বড় চমক হল একাধিক হুমায়ুন কবীরকে তিনি একাধিক কেন্দ্রে প্রার্থী করবেন। রেজিনগন, বেলডাঙা, ভগবানগোলা, রানিনগরপ- এই চারটি কেন্দ্রেই প্রার্থীদের নাম তাঁর নামের সঙ্গে মিলিয়ে হুমায়ুন কবীর।

Read more Photos on
click me!

Recommended Stories