SIR হিয়ারিং-এ কি যাবেন দেব? পাঁশকুড়ায় সভা থেকে স্পষ্ট বার্তা তৃণমূল সাংসদের

Published : Jan 06, 2026, 08:59 PM IST
Dev reaction to being called for the SIR hearing

সংক্ষিপ্ত

SIR-এর হিয়ারিং-এ ডাকা হয়েছে ঘাটালের সাংসদ দেবকে। কিন্তু কেন? তা নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানালেন তৃণমূলের সাংসদ অভিনেতা দেব। হিয়ারিং-এ তিনি যাবেন কিনা তাও জানিয়েছেন। 

SIR-এর হিয়ারিং-এ ডাকা হয়েছে ঘাটালের সাংসদ দেবকে। কিন্তু কেন? তা নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানালেন তৃণমূলের সাংসদ অভিনেতা দেব। তিনি বলেন 'কোনও না কোন কারণে আমি হেড লাইনে থাকছি, আমি পরিস্কার বলতে চাইছি আমি ইন্ডিয়ান ভারতীয়, আমাদের দেশে যেটা আইন হবে আমাকে সেটা ফলো করতে হবে। এটা যদি ল অফ দা ল্যান্ড হয় সেটা আমি ফলো করব। ব্যক্তিগতভাবে আমার সেটা বলার কিছু নেই।'অর্থাৎ দেব স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন তিনি নির্বাচন কমিশনের তলব অনুযায়ী হিয়ারিং-এ যাচ্ছেন।

SIR শুনানিতে এবার ডাকা হয়েছে তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধি। তাঁর সঙ্গে তাঁর পরিবারের তিন সদস্যকেও ডাকা হয়েছে বলে সূত্রের খবর। নির্বাচন কমিশনের তরফ থেকে নোটিশ পাঠান হয়েছে। এই বিষয়টি আগেই নিশ্চিত করেছিলেন স্থানীয় তৃণমূল কংগ্রেস কাউন্সিলর মৌসুমী দাস। তবে কবে নথিপত্র নিয়ে শুনানিকেন্দ্রে যেতে হবে সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

জানা যাচ্ছে, ফর্মের নিচে থাকা অংশ, যেখানে ২০০২ সালের লিঙ্ক সংক্রান্ত তথ্য দেওয়ার কথা, সেই জায়গা ফিল-আপ করা হয়নি। এই জায়গাটা ফাঁকা রেখেই ফর্ম জমা দেওয়া হয়েছে। তাই তলব করা হয়েছে। দেবের আবাসনেই নোটিশ এসেছে। শোনা যাচ্ছে, ওই আবাসনের অনেকেই নাকি এই কারণেই শুনানিতে ডাক পেয়েছেন।

এদিন দেব আরও বলেন, 'যে যে প্রতিশ্রুতি আমি দিয়েছিলাম ২০২৪-এ নির্বাচনে সেই সমস্ত কাজ শুরু হয়েছে, যে কাজটা ছয় মাস আগেই শুরু হওয়ার কথা ছিল টেন্ডার প্রবলেমের জন্য সে টেন্ডার শুরু হতে পারেনি, ঘাটাল মাস্টার প্ল্যান এগিয়ে গেছে অনেকগুলো টেন্ডার প্রসেসের মধ্যে রয়েছে অনেকগুলো টেন্ডার পাস হয়েছে কাজ শুরু হয়ে গেছে, সাংসদ দেব যে যে কথা দিয়ে ভোটটা নিয়েছিল বা মানুষের ভালোবাসা পেয়েছিল দেব সেসব কথা ফেরায়নি', কথা দিয়ে কথা রেখেছে মন্তব্য সাংসদ দেবের।

পাঁশকুড়ায় হুমায়ুন কবির আসা নিয়ে বলেন 'কেন হুমায়ুন কবির আমাদের সবই তো আমাদের , যে দলই হোক না কেন!' তিনি হুমায়ুন কবীরকেও শুভেচ্ছা জানিয়েছন।

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Sukanta Majumdar: ‘এরপর বলবে সকালে পেট পরিষ্কার হয়নি সেটাও মোদীর জন্য!’ অভিষেককে ধুয়ে দিলেন সুকান্ত
শীতের লড়াইয়ে কালিম্পংকে 'হারালো' বীরভূম, প্রবল ঠান্ডায় জমছে দক্ষিণবঙ্গের এই জেলাগুলি