খসড়া ভোটার তালিকা প্রকাশিত হতেই ফাঁস প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের কীর্তি, ধূপগুড়িতে রাজনৈতিক চাপানউতোর

Published : Dec 17, 2025, 02:08 PM IST
Asianet News

সংক্ষিপ্ত

Jalpaiguri SIR News: ধূপগুড়িতে তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের নাম রয়েছে দুই জায়গার ভোটার লিস্টে। খবর ছড়িয়ে পড়তেই রাজনৈতিক চাপানউতোর শুরু। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Jalpaiguri SIR News: SIR হতেই ফাঁস! ১৫ বছর ধরে দুই জায়গায় নাম, ধূপগুড়িতে তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরকে ঘিরে তুমুল রাজনৈতিক তরজা। ধূপগুড়িতে SIR (স্পেশাল ইন্টেনসিভ রিভিশন) শুরু হতেই যেন ঝুলি থেকে বেরিয়ে পড়ল বেড়াল! নির্বাচন কমিশনের প্রকাশিত বাতিলের খড়সা তালিকায় নাম উঠে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে ধূপগুড়ি পুরসভার ৫ নম্বর ওয়ার্ডে। 

তালিকায় উঠে এসেছে তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর ববিতা রায়ের নাম আর তাতেই নতুন করে রাজনৈতিক ঝড়। বিজেপির অভিযোগ, প্রায় ১৫ বছর ধরে একই ওয়ার্ডের দুই পার্টে নাম রেখে ভোট দিয়ে গেছেন ওই তৃণমূল নেত্রী। এই ইস্যুকে সামনে রেখেই ধূপগুড়িতে সরব গেরুয়া শিবির।

কী বলছে গেরুয়া শিবির?

বিজেপির জেলা সাধারণ সম্পাদক চন্দন দত্ত বলেন, “এই কারণেই তৃণমূল এতদিন ধরে SIR-এর বিরোধিতা করেছে। একই ওয়ার্ডের দুই পার্টে নাম রেখে ছাপ্পা ভোট দেওয়াই ছিল তৃণমূলের কালচার। SIR হওয়াতেই সত্য সামনে এসেছে। এবার সমস্ত ভণ্ডামি ফাঁস হবে।” অন্যদিকে, বিজেপির অভিযোগ উড়িয়ে দিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন তৃণমূল নেত্রী ববিতা রায়। তাঁর দাবি,

“আমি জানতাম আমার নাম ১৫ বছর ধরে দুই জায়গায় রয়েছে। বহু আগেই বি.এল.ও-র কাছে আবেদন করেছিলাম নাম কাটার জন্য, কিন্তু তা করা হয়নি। বিজেপি যে অভিযোগ করছে আমি ছাপ্পা ভোট দিচ্ছিলাম, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।” সব মিলিয়ে SIR ঘিরে ধূপগুড়িতে রাজনৈতিক উত্তাপ চরমে। ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ায় সামনে আসা এই নাম ঘিরে আগামী দিনে প্রশাসনিক ও রাজনৈতিক স্তরে কী সিদ্ধান্ত নেওয়া হয়, সেদিকেই এখন তাকিয়ে রয়েছে ধূপগুড়ি।

এদিকে, অপসারিত তৃণমূল পঞ্চায়েত প্রধান ‘বাংলাদেশি’ লাভলি খাতুনের নাম খসড়া ভোটার তালিকায়! বাংলাদেশি’ বিতর্কে বাতিল হয়েছে জাতিগত শংসাপত্র। খোয়াতে হয়েছিল পঞ্চায়েত প্রধানের পদ। কিন্তু এসআইআরের খসড়া ভোটার লিস্ট প্রকাশিত হতেই দেখা গেল, সেখানে নাম রয়েছে বিতর্কিত লাভলি খাতুনের! যা দেখে চক্ষু চড়কগাছ অনেকেরই। খসড়া তালিকায় তাঁর নাম রয়ে গেল কেন? তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে মালদহের হরিশ্চন্দ্রপুরে রশিদাবাদ গ্রাম পঞ্চায়েত এলাকায়।

ওবিসি শংসাপত্র ভুয়ো প্রমাণিত হওয়ায় প্রধান পদ থেকে অপসারিত হয়েছিলেন তৃণমূলের প্রধান। অপসারিত প্রধান বাংলাদেশী বলে তৃণমূলের একাংশের তরফেই দাবি করা হয়। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন(এসআইআর) চালু হতে তার গণনা পত্র পূরণকে ঘিরেও চর্চা শুরু হয়েছিল। মঙ্গলবার এসআইআরের খসড়া তালিকা প্রকাশ হয়েছে। তাতে নাম রয়েছে মালদহের হরিশ্চন্দ্রপুরের অপসারিত প্রধান লাভলি খাতুনের। 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Samik Bhattacharya: ‘গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর বিজেপির সরকার হবেই!’ চরম হুঙ্কার শমীকের
ভোটের আগেই তৃণমূলের গোষ্ঠীদ্বন্ধে উত্তপ্ত বীরভূম, তুঙ্গে কাজল শেখ বনাম অনুব্রত তরজা