২,০০০ টাকার জন্য খুঁটিতে বেঁধে মার! অপমানে কীটনাশক খেয়ে 'আত্মহত্যা' প্রৌঢ়ের

Published : Jan 30, 2026, 10:27 PM ISTUpdated : Jan 30, 2026, 10:39 PM IST
Dhupguri News

সংক্ষিপ্ত

Jalpaiguri News: জলপাইগুড়ি জেলার ধুপগুড়ি সাধারণভাবে শান্তিপূর্ণ অঞ্চল হিসেবে পরিচিত। এখানকার বাসিন্দারাও সহজ-সরল হিসেবে পরিচিত। কিন্তু সাম্প্রতিক কিছু ঘটনায় সেই ধারণা বদলে যাচ্ছে।

DID YOU KNOW ?
ধূপগুড়িতে পলাতক অভিযুক্ত
ধূপগুড়িতে মারধরের পর অপমানে প্রৌঢ় ব্যক্তির কীটনাশক খেয়ে আত্মহত্যার ঘটনায় অভিযুক্ত ব্যক্তি সপরিবারে পলাতক।

Dhupguri News: জলপাইগুড়ি (Jalpaiguri) জেলার ধূপগুড়িতে নৃশংস ঘটনা। ধূপগুড়ি পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের দেশবন্ধু পাড়ায় বকেয়া ঘর ভাড়াকে কেন্দ্র করে চরম অমানবিকতার অভিযোগ উঠল। বকেয়া মাত্র দু'হাজার টাকার জন্য এক প্রৌঢ় ভাড়াটিয়াকে খুঁটিতে বেঁধে মারধর করার অভিযোগ উঠল। এই প্রৌঢ় ব্যক্তি অপমানে কীটনাশক খেয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ। এই ঘটনায় ধূপগুড়িতে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম ঝন্টু দাস। তাঁর বয়স ৫৮ বছর। তিনি ধূপগুড়ি পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের রবীন্দ্রনগরের বাসিন্দা ছিলেন। নিজের বাড়ি মেরামতির কারণে গত এক মাস ধরে দেশবন্ধু পাড়ার অমর দে-র বাড়িতে সপরিবারে ভাড়ায় থাকছিলেন তিনি। মাসিক চার হাজার টাকা ভাড়ার মধ্যে দু'হাজার টাকা মেটানো হলেও, বাকি টাকার জন্য গত ২৮ জানুয়ারি ঝন্টু বাবুকে খুঁটিতে বেঁধে মারধর ও চরম অপমান করা হয় বলে অভিযোগ। অপমানে ওই রাতেই কীটনাশক পান করেন তিনি। গত কয়েকদিন জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন থাকার পর শুক্রবার তাঁর মৃত্যু হয়।

মৃতদেহ নিয়ে বিক্ষোভ

এই প্রৌঢ়ের মৃত্যুর খবর চাউর হতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। শুক্রবার রাতে মৃতদেহ নিয়ে এসে অভিযুক্ত বাড়ির মালিকের বাড়ির সামনে বিক্ষোভ দেখায় মৃতের পরিবার। ঘটনার পর থেকেই বাড়ির মালিক সপরিবারে পলাতক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ধূপগুড়ি থানার পুলিশ। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে।

পুলিশের ভূমিকায় ক্ষোভ

বকেয়া বাড়িভাড়ার জন্য এই প্রৌঢ়কে খুঁটিতে বেঁধে মারধর করার সময় কেউ বাধা দেননি বলে অভিযোগ। পুলিশ এই অত্যাচার রোখার জন্য কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ। এমনকী, এই প্রৌঢ় অপমানে কীটনাশক পান করার পরেও অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেনি পুলিশ। এরই সুযোগ নিয়ে অভিযুক্ত ব্যক্তি সপরিবারে বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছে। এখন পুলিশ তাঁর খোঁজ করলেও, এখনও সন্ধান পাওয়া যায়নি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
২০০০
২০০০ টাকা বাড়িভাড়া বকেয়া থাকায় প্রৌঢ়কে মারধর!
জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে বকেয়া ২০০০ টাকা বাড়িভাড়ার জন্য এক প্রৌঢ়কে মারধর করার অভিযোগ।
Read more Articles on
click me!

Recommended Stories

Suvendu Adhikari : 'হিন্দুরা এক হলে, এ উড়ে চলে যাবে' বাগনানে চরম কথা শুভেন্দুর
Sukanta Majumdar: ‘IPAC-এর অফিস হলে দৌড়ে যেতেন!’ আনন্দপুর কাণ্ডে মমতাকে কটাক্ষ সুকান্তর