রাতে বিয়ে সকালে মর্নিং ওয়াক। রীতিমত ছন্দে দিলীপ ঘোষ। এদিন নিউটাউন ইকোপার্কে মর্নিং ওয়াকার দের জন্মদিন পালন করেন।
210
কেক কেটে জন্মদিন পালন
দিলীপকে ঘিরে ছিল উৎসাহী প্রাতঃভ্রমণকারীদের ভিড়। অনেকেই বিয়ের জন্য শুভেচ্ছা জানান দিলীপ ঘোষকে। ফুল উপহার দেন। জন্মদিনের জন্য বিশেষ আয়োজনও করা হয়েছিল।
310
স্ত্রী সম্পর্কে দিলীপের মন্তব্য
দিলীপ ঘোষ বলেন, রিঙ্কু মজুমদারের সঙ্গে আগেই আলাপ হয়েছিল। উনি পুরনো পার্টি কর্মী। রাজনীতিতে উনি ২০১২ সালে এসেছেন। আমি এসেছি ২০১৫ সালে। বিয়ে করার ব্যাপারটা হঠাৎই এসেছে, আর সেটা পরিস্থিতির কারণে। সেটা হয়েও গেছে যথা সময়ে।
অনেকেই বলতে শুরু করেছে দিলীপ ঘোষের সঙ্গে তাঁর স্ত্রীর আলাপ ইকোপার্কে মর্নিংওয়াকে গিয়েছ কিন্তু সেই জল্পনা উড়িয়ে দিলেন দিলীপ ঘোষ। তিনি বলেন,অনেকে ভাবছে ইকো পার্কে হাঁটলেই বিয়ে হয়। সারা জীবন হাঁটলেও বিয়ে হবে না। বিয়ে যখন হবার তখনই হবে।
510
জন্মদিন প্রসঙ্গে দিলীপ ঘোষের মন্তব্য
লোকেরা বড় বড় হল নিয়ে স্টেডিয়াম নিয়ে জন্মদিন পালন করে আর আমি খোলা মাঠে করি। আর লোকেরা রাতের বেলা কেক কাটে আমি ভোরের বেলা কেক কাটলাম, এখানে বুঝে নিতে হবে দিলীপ ঘোষ দিলীপ ঘোষ।
610
রাজনীতির দিলীপ
মুর্শিদাবাদের ঘটনায়, আদালতের নির্দেশে বিএসএফ নেমেছে। আমরা কোর্টে আবেদন করেছিলাম বিএসএফের অফিসিয়ালি বিএসএফ দিয়েছে। এখন যদি বিএসএফ সব জায়গায় যায় তাহলে পুলিশ কি করতে আছে। বিএসএফ পুলিশের কাজ করবে এলাকার জায়গায় জায়গায় বিএসএফ ক্যাম্প করতে হচ্ছে। তাহলে পুলিশ কি করছে মমতা ব্যানার্জির সরকার কি করছে? তাহলে আমরা যেটা দাবি করেছিলাম ৩৫৫, ৩৫৬ সেটাই লাগু করা হোক।
বিয়ের পরই রাতে মিডিয়ার মুখোমুখি হয়ে তিনি সকলকেই শুভেচ্ছা জানান। তাঁরা যাতে সুখী হন তারজন্য সকলের কাছে আশীর্বাদও চেয়েছেন।
910
সাদামাটা বিয়ে
রীতিমত সাদামাটাভাবেই বিয়ে সারেন দিলীপ ঘোষ। দুই পরিবারের সদস্যরাই মূলত উপস্থিত ছিলেন। আমন্ত্রিতর সংখ্যা ছিল মাত্র ৩০।
1010
দিলীপের বিয়ে নিয়ে চর্চা
পাত্র ৬১ আর পাত্রী ৫১। দিলীপের বিয়ে নিয়ে গত দুই দিন ধরে চর্চা চলছিল গোটা রাজ্য জুড়ে। অনেকে যেমন কটাক্ষ করেছে অনেকে তেমনই দিলীপের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।