DA News: ২২ এপ্রিল সুপ্রিম কোর্টে মহার্ঘ ভাতার শুনানি, একটি কারণেই আশায় বুক বাঁধছেন সরকারি কর্মীরা

Published : Apr 19, 2025, 10:28 AM IST

Big update on DA case: সুপ্রিম কোর্টে চলতি মাসেই উঠবে রাজ্য সরকারি কর্মীদের ডিএ বা মহার্ঘ ভাতা মামলা। দীর্ঘ দিন ধরেই ডিএ মামলা চলছে সুপ্রিম কোর্ট। এবার কি ফয়সালা হবে? আশায় আশায় বুক বাঁধছেন সরকারি কর্মীরা। 

PREV
110
সুপ্রিম কোর্টে রাজ্যের ডিএ মামলা

সুপ্রিম কোর্টে চলতি মাসেই উঠবে রাজ্য সরকারি কর্মীদের ডিএ বা মহার্ঘ ভাতা মামলা। দীর্ঘ দিন ধরেই ডিএ মামলা চলছে সুপ্রিম কোর্ট। এবার কি ফয়সালা হবে? আশায় আশায় বুক বাঁধছেন সরকারি কর্মীরা।

210
ডিএ মামলার বড় আপডেট

সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা মামলার কজলিস্ট প্রকাশিত হল।

310
মামলা উঠবে

আগামী মঙ্গলবার বিচারপতি বিক্রম নাথ, বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি সন্দীপ মেহতার ডিভিশন বেঞ্চে ডিএ মামলাটি উঠবে।

410
মামলার তালিকা

সুপ্রিম কোর্ট সূত্রের খবর, ২২ এপ্রিল ৫১ নম্বরে রয়েছে রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলা।

510
কোর্ট নম্বর

কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছে, মঙ্গলবার ৫ নম্বর কোর্টে ১৮ নম্বরে উঠবে রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলা।

610
মলয় মুখোপাধ্যায়ের বার্তা

ডিএ মামলা রয়েছে ৫১ নম্বরে। ১ নম্বর থেকে ১৭ নম্বর মামলার উল্লেখ করা হয়নি। ১৮ নম্বর থেকে মামলা শুরু হয়েছে। হিসেব বলছে ৩৪ নম্বরে ডিএ মামলা উঠতে পারে।

710
হাই অন বোর্ডে মামলা

আগের শুনানিতেও বিচারপতি কারোলের বেঞ্চে মামলা উঠেছিল। এবারে মামলা ‘হাই অন বোর্ড’এ রয়েছে।

810
প্রথমার্ধে ডিএ মামলা

সরকারি কর্মীদের একাংশের কথায় দুপুর ২টো থেকে বিচারপতি সঞ্জয় কারোল ১০ নম্বর কোর্টে বসেন। সেই কারণে মামলা প্রথমার্ধে উঠবে বলেও আশা করছেন তাঁরা।

910
শেষ শুনানি

সুপ্রিম কোর্টে ডিএ মামলার শেষ শুনানি হয়েছিল গত ২৫ মার্চ। সবমিলিয়ে এই পর্যন্ত ১৫ বার ডিএ মামলার শুনানি পিছিয়ে গেছে। তাই এবার শুনানি নিয়ে আশাবাদী সরকারি কর্মীরা।

1010
রাজ্য সরকারি কর্মীদের দাবি

রাজ্য সরকারি কর্মীরা কেন্দ্রের সঙ্গে সমহারে ডিএ পাওয়ার দাবিতেই দীর্ঘ দিন ধরেই মামলা লড়ছেন। পাশাপাশি অবস্থান বিক্ষোভও করছেন তাঁরা।

Read more Photos on
click me!

Recommended Stories