Mother Pushpalata reacts to Dilip Ghosh: ৬১ বছরে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন দিলীপ ঘোষ। কিন্তু এতদিন পর্যন্ত কেন বিয়ে করেননি দিলীপ ঘোষ? ছেলের বিয়ের দিন সকালেই সেই প্রশ্নেরই উত্তর দিলেন দিলীপের মা পুষ্পলতা ঘোষ। 

Mother Pushpalata reacts to Dilip Ghosh: ৬১ বছরে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন দিলীপ ঘোষ। কিন্তু এতদিন পর্যন্ত কেন বিয়ে করেননি দিলীপ ঘোষ? ছেলের বিয়ের দিন সকালেই সেই প্রশ্নেরই উত্তর দিলেন দিলীপের মা পুষ্পলতা ঘোষ। এতদিন দিলীপের সংসার বলতে ছিল মা আর ভাই হীরক ঘোষ। দিলীপের মা তাঁর সঙ্গেই থাকেন। এবার তাদের সংসারে আসছেন আরও দুই জন রিঙ্কু মজুমদার আর তাঁর ছেলে। রিঙ্কুর বয়স ৫১ বছর, তিনি বিবাহবিচ্ছিন্না। ছেলে চাকরি করে সেক্টর ফাইভে।

'চিরকুমার' দিলীপের ব্রত ভঙ্গ হচ্ছে আজ। কিন্তু কেন- সেই কথাই জানালেন তাঁর মা। দিলীপ ঘোষের মা পুষ্পলতা ঘোষ জানিয়েছেন, দিলীপ রাজনীতি করলেও ছোটবেলা থেকে ছিল বেশ লাজুক। দিনের বেশিরভাগ সময়টাই মাঠে কাটত। ফুটবল খেলতেন, কাবাডি খেলতেন। দিলীপ ঘোষ মায়ের ইচ্ছেকে সম্মান জানাতেই বিয়ে করছেন। পুষ্পলতা দেবীর কথায়, 'ও কোনও মেয়ের সঙ্গে কথাই বলতে পারেন না। প্রেম- ভালবাসা কী করে হবে?' পুষ্পলতা দেবী আরও বলেছেন, 'দিলীপ আরএসএস-এর সদস্য। সেখানে তো সকলেই অবিবাহিত। আরএসএস-এ থাকাকালীন খুব একটা বাড়িতেও আসতে চাইত না। ' তিনি জানিয়েছেন, ছেলে সংসারী হোক সেটাই তিনি বরাবর চেয়েছেন।

দিলীপের মা পুষ্পলতা দেবী ছেলের বিয়ে নিয়ে খুবই খুশি। সকাল থেকেই বাড়িতে আসথে অতিথিরা। পুত্রবধূতেও মনে ধরেছে তাঁর। অন্যদিকে রিঙ্কু জানিয়েছেন,'আমার মা নেই আমি মা পেলাম। আমার ছেলেও বাবা পেল।' রিঙ্কু নিজেই তাঁকে বিয়ের প্রস্তাবই দিয়েছেন। মর্নিংওয়ার্কের সময়ই তাঁদের কথা হত। এমনই টাই গুঞ্জন শোনাযাচ্ছে নিউটাউনের দিকে কানপাতলে।

এদিন সকাল থেকেই দিলীপের বাড়িতে অতিথির ভিড়। সুকান্ত মজুমদার সহ বিজেপির রাজ্য ও কেন্দ্রের নেতারা আসতে শুরু করেছে। সকেলই শুভেচ্ছা জানিয়েছেন। তবে দিলীপের বিয়ের অনুষ্ঠান হবে খুবই ঘরোয়া। দুই পরিবারের সদস্যরাই উপস্থিত থাকবেন বিয়ের অনুষ্ঠানে। দিলীপের নিউটাউনের বাড়িতেই বসবে বিয়ের আসর।