- Home
- West Bengal
- West Bengal News
- বিয়ের পর কী দিলীপ ঘোষ বঙ্গ বিজেপির সভাপতি হতে পারবেন? প্রশ্ন উঠছে অনুগামীদের মধ্যে
বিয়ের পর কী দিলীপ ঘোষ বঙ্গ বিজেপির সভাপতি হতে পারবেন? প্রশ্ন উঠছে অনুগামীদের মধ্যে
Dilip Ghosh:চলতি মাসেই বিজেপির সভাপতি নির্বাচন হতে হবে। ইতিমধ্যেই দিল্লিতে কেন্দ্রীয় নেতাদের মধ্যে ইতিমধ্যেই হয়েছে একটি মেগা বৈঠক।

বিজেপির সভাপতি নির্বাচন
চলতি মাসেই বিজেপির সভাপতি নির্বাচন হতে হবে। ইতিমধ্যেই দিল্লিতে কেন্দ্রীয় নেতাদের মধ্যে ইতিমধ্যেই হয়েছে একটি মেগা বৈঠক।
রাজ্য সভাপতি নির্বাচন
জতীয় সভাপতির মত এখনও বাকি রয়েছে রাজ্য সভাপতি নির্বাচন। বিজেপি সূত্রের খবর আগামী মাসের প্রথমেই বঙ্গ সভাপতি নির্বাচন হবে।
দৌড়ে দিলীপ
বিজেপি সূত্রের খবর এতদিন বঙ্গ সভাপতি নির্বাচনের দৌড়ে রয়েছেন দিলীপ ঘোষ। কিন্তু বিয়ের কারণে তিনি সভাপতি নির্বাচন থেকে পিছিয়ে পড়বেন না তো? নাকি সভাপতি নির্বাচনে আরও একধাপ এগিয়ে যাবেন! আশঙ্কা দানা বাঁধছে দিলীপের অনুগামীদের মধ্যে।
রাজ্যের সফল সভাপতি
দিলীপ ঘোষ এই রাজ্যে বিজেপির সবথেকে সফল সভাপতি। তাঁর আমলেই লোকসভা নির্বাচনে সবথেকে বেশি আসন পেয়েছিল গেরুয়া শিবির। কিন্তু তারপরই তাঁকে সরিয়ে দেওয়া হয়।
দিলীপ অনুগামীদের কথা
দিলীপ ঘোষের অনুগামীদের কথায় দিলীপ ঘোষকে এবার সভাপতি করা হবে না। আর সেই কারণেই তাঁকে এই সময়ই বিয়ে করতে বলা হয়েছিল। বিজেপির একটা সূত্র বলছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন পর্যন্ত দলের মধ্যে স্থিতাবস্থা চায় কেন্দ্র বিজেপি।
নতুন সভাপতি
আগামী মাসে বিজেপি নেতারা বঙ্গ বিজেপির নতুন সভাপতির নাম ঘোষণা করতে পারেন। কিন্তু কে হবেন বঙ্গ বিজেপির নতুন সভাপতি? তা এখনও স্পষ্ট নয়। তবে দিলীপ যদি বিজেপির সভাপতি হন তাহলে খুশি হবেন তাঁর অনুগামীরা। যদি সব বাধা কাটিয়ে দিলীপ ঘোষ নতুন সভাপতি হন তাহলে বল হবে সতীর পুণ্যে পতির পুণ্য।
দিলীপের সামনে বাধা
দিলীপের সামনে বড় বাধা হল শুভেন্দু অধিকারী। বিজেপির অন্দরে শুভেন্দু অধিকারীর কারণে বনিবনা নেই দিলীপের। তাঁর সেই কারণেই তাঁকে সভাপতি নাও করা হতে পারে।
আর কোনও বাধা নেই
শুভেন্দু বা সুকান্তকে রাজ্য সভাপতির পদে রাখার সবথেকে বড় বাধা হল এক ব্যক্তি এক পদ নীতি। সেই বাধা নেই দিলীপের জন্য। কারণ কোনও পদেই নেই দিলীপ।
আজ বিয়ে দিলীপের
শুক্রবার সাত পাকে বাধা পড়়তে চলছেন দিলীপ ঘোষ। পাত্রী রিঙ্কু মজুমদার। নিকট আত্মীদের সঙ্গেই তিনি বিয়ে করবেন। অতিথির সংখ্যা মাত্র ৩০।
দিলীপকে শুভেচ্ছা
দিলীপ ঘোষকে ইতিমধ্যেই শুভেচ্ছা জনিয়েছেন, সুকান্ত মজুমদার সহ বিজেপির নেতারা। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় তাঁকে পুলিশের মাধ্যমে দিলীপ ঘোষকে শুভেচ্ছা জানিয়েছেন।

