বিয়ে করেই আফসোস করছেন দিলীপ ঘোষ? রাতারাতি কী হল? দুঃখ প্রকাশ করলেন বিজেপি নেতা

Published : Apr 20, 2025, 09:04 AM IST

বিয়ে করেই দুঃখপ্রকাশ দিলীপ ঘোষের! কিন্তু কেন! রাতারাতি কী এমন হল যে দুঃখ করছেন এই বিজেপি নেতা? ৬০ পেরিয়ে যখন ৬১ চলছে সেই সময় বিয়ের পিঁড়িতে বসেও আফসোস করতে দেখা গেল দিলীপ ঘোষকে। তাঁর দুঃখের কারণ ফাঁস করলেন খোদ দিলীপ।

PREV
110

৬০ পেরিয়ে যখন ৬১ চলছে সেই সময় বিয়ের পিঁড়িতে বসে আফসোস করতে দেখা গেল দিলীপ ঘোষকে।

210

তাঁর দুঃখের কারণ ফাঁস করলেন খোদ এই বিজেপি নেতা।

410

বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি, প্রাক্তন বিধায়ক, প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ ষাট ষাটটি বছর অবিবাহিত অবস্থায় কাটিয়ে দিলেও শেষ পর্যন্ত ৬১ বছর বয়সে তাকে বিয়ের পিঁড়িতে বসতে হয়।

510

শুক্রবার তিনি নিজের নিউ টাউনের ফ্ল্যাটে একেবারে ঘরোয়া ভাবে দলেরই কর্মী রিংকু মজুমদারের সঙ্গে আইনি ও বৈদিক মতে বিয়ে সেরে ফেললেন।

610

বিবাহের শুভ কাজ সম্পন্ন হওয়ার পর তিনি সাংবাদিকদের মুখোমুখি হন।

710

তখন তাকে আফসোস করতে দেখা যায়, শুধু আফসোস নয় পাশাপাশি দুঃখ প্রকাশ করতেও দেখা যায়।

810

দিলীপ ঘোষের এই আফসোস অবশ্য তাকে ৬১ বছর বয়সে বিয়ের পিঁড়িতে বসতে হয়েছে বলে নয়।

910

দিলীপ ঘোষের এই দুঃখ প্রকাশ অবশ্য তাকে ৬১ বছর বয়সে বিয়ের পিঁড়িতে বসতে হয়েছে বলে নয়।

1010

আসলে তিনি এমন দুঃখ প্রকাশ করেছেন মূলত অনেকেই তার বিয়েতে অংশগ্রহণের ইচ্ছে প্রকাশ করলেও সবাইকে বলতে পারেননি বলে। এমনকি মিডিয়ার বহু সাংবাদিককেও বিয়েতে ডাকতে পারেননি, অথচ তারা দিলীপ ঘোষ ও রিঙ্কু মজুমদারের বিয়ে কভার করার জন্য দীর্ঘক্ষণ ধরে বাইরে বসে ছিলেন। তবে এই সঙ্গে সঙ্গে তিনি তার শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানিয়েছেন এমন মুহূর্তে বারবার শুভেচ্ছা বার্তা পাঠানোর জন্য।

click me!

Recommended Stories