- Home
- West Bengal
- Kolkata
- Dilip Ghosh Marriage: সমুদ্র নাকি পাহাড়- নতুন স্ত্রীকে নিয়ে হানিমুনে কোথায় যাচ্ছেন দিলীপ ঘোষ?
Dilip Ghosh Marriage: সমুদ্র নাকি পাহাড়- নতুন স্ত্রীকে নিয়ে হানিমুনে কোথায় যাচ্ছেন দিলীপ ঘোষ?
৪৭ বছর বয়সী রিঙ্কু মজুমদারের সাথে বিয়ের পিঁড়িতে বসলেন দিলীপ ঘোষ। মায়ের ইচ্ছাকে সম্মতি জানিয়ে সম্পূর্ণ অনাড়ম্বর অনুষ্ঠানে বিবাহ সম্পন্ন করেন। হানিমুনের গন্তব্য নিয়ে রহস্য রেখেছেন নবদম্পতি।

সকল রীতির মেনে গতকাল অর্থাৎ শুক্রবার বৈশাখী সন্ধ্যায় বিয়ে করলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। পাত্রী ৪৭ বছর বয়সী রিঙ্কু মজুমদার।
এই বয়সে বিয়ের পিঁড়িতে বসায় নানান মন্তব্য শুনতে হয়েছে দিলীপ ঘোষকে (Dilip Ghosh)। তবে, তাতে তাঁর যে কিছু যায় আসে না, সে সকলেই বুঝে গিয়েছেন।
মায়ের ইচ্ছাকে সম্মতি জানিয়ে সম্পূর্ণ অনাড়ম্বর একটি অনুষ্ঠানে দিলীপ ঘোষ সবধর্মিনী হিসেবে গ্রহণ করলেন রিঙ্কু (Rinku) দেবীকে।
সাদা পঞ্জাবি ও ধুতিতে সেজেছিলেন দিলীপ ঘোষ। পরেছিলেন রজনীগন্ধার মালা ও টোপর। আর লাল বেনারসীতে দেখা যায় রিঙ্কু দেবীকে।
মালাবদল থেকে সিঁদুর দান সব রীতি মেনেই বিয়ে করেন। তাহলে মধুচন্দ্রিমা (Honeymoon) বাদ যায় কেন?
বিয়ের পর রিঙ্কু দেবীকে নিয়ে কোথায় হানিমুন যাচ্ছেন সে প্রশ্ন সকলেরই মনে। যদিও নিজেই তার উত্তর দেন।
দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, … পার্টির কাজে ৪০-৪২ বছর ধরে ঘুরছি। তবে বিয়ের পর কোথাও তো একবার যেতে হবেই। কারণ সেটাই নিয়ম।
.. ওনাকে একটু সময় দিতে হবে, দুজন দুজনকে চিনে নিতে হবে। … দেখি রিঙ্কু কী বলে, সেই অনুযায়ী সিদ্ধান্ত নেব।
হানিমুন প্রসঙ্গে রিঙ্কু দেবী বলেন, এই মুহূর্তে যা গরম, তাই হিলস্টেশন যাওয়াটাই প্রথম পছন্দ। তাই সিমলা আমাদের পছন্দ। না হলে গোয়া। এই দুই জায়গায় ভেবে রেখেছি আমরা আপাতত।
অর্থাৎ এই গরমের কথা মাথায় রেখে হানিমুন (Honeymoon) ট্রিপ হিসেবে সিমলাই যেতে পারেন বলে জানান নববধূ। তা না হলে গোয়ার বিচেও দেখা যেতে পারে তাদের।

