Salary Problem: 'তালিকা বিভ্রাট!' অযোগ্যদের সঙ্গে বন্ধ হয়ে যেতে পারে যোগ্য সরকারি কর্মীদের বেতনও

Published : Apr 19, 2025, 05:03 PM IST

Salary Problem for SSC Scam:স্কুলের সঙ্গে যুক্ত এই সরকারি কর্মীদের বেতন সংক্রান্ত সমস্যা তৈরি হতে পারে বলেও অনেকে মনে করছেন। রাজ্যের প্রায় ৯ হাজার স্কুলে বেতন সংক্রান্ত সমস্যা হতে পারে। সমস্যায় পড়তে পরেন ২ লক্ষ শিক্ষকও। 

PREV
110
বেতন নিয়ে উদ্বেগ

সুপ্রিম কোর্টের এসএসসি-র নিয়োগ দুর্নীতি মামলার রায়ের পর থেকেই কোন কোন শিক্ষক-শিক্ষিকারা বেতন পাবেন আর কারা কারা পাবেন না তাই নিয়ে উদ্বেগ বাড়ছে। ধোঁয়াশায় পড়েছেন প্রধান শিক্ষকরাও।

210
সুপ্রিম কোর্টের রায়

স্কুল সার্ভিশ কমিশনের নিয়োগ দুর্নীতি রায়ে প্রথমেই সুপ্রিম কোর্ট জানিয়েছিল চিহ্নিত অযোগ্যদের বেতন বন্ধ হয়ে যাবে। তাদের টাকা ফেরতও দিতে হবে। চিহ্নিত অযোগ্যদের জন্য পরবর্তীকালেও একই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

310
সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারা

সুপ্রিম কোর্টের রায়ে নিয়োগ দুর্নীতির কারণে এই রাজ্যে চাকরিহারা প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা আর শিক্ষাকর্মী।

410
বেতন চালু

সুপ্রিম কোর্টের নিয়োগ দুর্নীতি মামলার পুনর্বিবেচনার রায়ে বলা হয়েছে চিহ্নিত অযোগ্য প্রার্থীরা আর স্কুলে যেতে পারবেন না। বাকিরা স্কুলে যেতে পারবেন। তাদের বেতনও চালু থাকবে।

510
কারা পাবেন বেতন

কিন্তু কারা কারা চলতি মাসে বেতন পাবেন তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে অধিকাংশ স্কুলের প্রধান শিক্ষকদের। কারণ এখনও পর্যন্ত যোগ্য আর অযোগ্যদের কোনও তালিকা পাননি শিক্ষাদফতর দেয়নি।

610
বেতন প্রক্রিয়া

সাধারণত প্রধান শিক্ষকেরা বেতন পোর্টাল জেলা স্কুল পরিদর্শককে জমা দেওয়ার পরে তিনি মাসের ২৫ তারিখের মধ্যে তা কোষাগারে পাঠিয়ে দেন। বেতন পোর্টাল চলতি মাসে চালু হয়েছে। কিন্তু যোগ্য আর অযোগ্যদের চিহ্নিত করা এখনও যায়নি।

710
হাতে মাত্র এক সপ্তাহ

শিক্ষক এবং শিক্ষাকর্মীরা বেতন পাবেন এবং কাদের তালিকা থেকে বাদ দেওয়া হবে, সেই ব্যাপারে শিক্ষা দফতরের কোনও বিজ্ঞপ্তিই স্কুলে পৌঁছয়নি। কিন্তু হাতে আর মাত্র এক সপ্তাহ সময় রয়েছে।

810
বেতন সমস্যা

স্কুলের সঙ্গে যুক্ত এই সরকারি কর্মীদের বেতন সংক্রান্ত সমস্যা তৈরি হতে পারে বলেও অনেকে মনে করছেন। রাজ্যের প্রায় ৯ হাজার স্কুলে বেতন সংক্রান্ত সমস্যা হতে পারে। সমস্যায় পড়তে পরেন ২ লক্ষ শিক্ষকও।

910
যোগ্য - অযোগ্যদের তালিকা

স্কুল সার্ভিস কমিশন ইতিমধ্যেই অযোগ্যদের তালিকা শিক্ষা দফতরে পাঠিয়েছে। শিক্ষা দফতর সেই তালিকা সংশ্লিষ্ট স্কুলগুলিতে পাঠাতে পারে বলেও সূত্রের খবর।

1010
তালিকা প্রকাশ

আগামী সপ্তাহের গোড়ায় তা প্রকাশিত হতে পারে। তার পরেই ‘যোগ্য’ এবং ‘অযোগ্য’-দের তালিকা জেলা স্কুল পরিদর্শকের কাছে যাবে। আগামী বৃহস্পতিবারের মধ্যে এই সংক্রান্ত জট কাটতে পারে বলেও অনেকে মনে করছেন।

Read more Photos on
click me!

Recommended Stories