শমীকের সংবর্ধনা সভা নিয়ে দিলীপ ঘোষ জানিয়েছেন, তিনি যাচ্ছেন না। কারণ তাঁকে আলাদা করে কোনও খবর দেওয়া হয়নি। তিনি আরও বলেছেন, 'আমি সভাপতি নির্বাচনের ভোটার নই। যারা প্রদেশ পরিষদ সদস্য তারাই ভোটার। আজকের অনুষ্ঠানে তাদের ডাকা হয়েছে। তারসঙ্গে আরও কয়েকজন ডাক পেয়েছেন। আমার ওখানে যাওয়ার কথা নয়। '