শমীকের রাজত্বেও দিলীপ ঘোষ ব্রাত্য? ডাক পেলেন রাজ্য বিজেপির সভাপতির সংবর্ধনায়

Published : Jul 03, 2025, 04:19 PM ISTUpdated : Jul 03, 2025, 04:20 PM IST

এবার কী হবে দিলীপ ঘোষের ভবিষ্যৎ? রাজ্য সভাপতি নির্বাচনের সময় থেকেই এই জল্পনা ছিল। কিন্তু শমীক ভট্টাচার্য বিজেপির সভাপতি নির্বাচিত হওয়ায় পর থেকেই জল্পনা শুরু হয়েছিল এবার দিলীপের বাধাগুলি একে কেটে যাবে।  

PREV
110

এবার কী হবে দিলীপ ঘোষের ভবিষ্যৎ? রাজ্য সভাপতি নির্বাচনের সময় থেকেই এই জল্পনা ছিল। কিন্তু শমীক ভট্টাচার্য বিজেপির সভাপতি নির্বাচিত হওয়ায় পর থেকেই জল্পনা শুরু হয়েছিল এবার দিলীপের বাধাগুলি একে কেটে যাবে। কিন্তু সংবর্ধনা অনুষ্ঠানের পর প্রশ্ন দিলীপের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে।

210

বৃহস্পতিবার শমীক ভট্টাচার্যর সংবর্ধনা দেওয়ার কর্মসূচি রয়েছে। কিন্তু সেখানে ডাক পেলেন না বিজেপি নেতা দিলীপ ঘোষ। আমন্ত্রণ করা হয়নি আরও এক প্রাক্তন সভাপতি তথাগত রায়।

310

তথাগত রায়ের থেকেই দিলীপ ঘোষকে আমন্ত্রণ না জানানোয় বেশি জল্পনা হচ্ছে। কারণ শমীক রাজ্য সভাপতি হওয়ার পরই তাঁকে স্বাগত জানিয়েছিলেন দিলীপ ঘোষ

410

শমীকের সংবর্ধনা সভা নিয়ে দিলীপ ঘোষ জানিয়েছেন, তিনি যাচ্ছেন না। কারণ তাঁকে আলাদা করে কোনও খবর দেওয়া হয়নি। তিনি আরও বলেছেন, 'আমি সভাপতি নির্বাচনের ভোটার নই। যারা প্রদেশ পরিষদ সদস্য তারাই ভোটার। আজকের অনুষ্ঠানে তাদের ডাকা হয়েছে। তারসঙ্গে আরও কয়েকজন ডাক পেয়েছেন। আমার ওখানে যাওয়ার কথা নয়। '

510

সম্প্রতি দিলীপ ঘোষকে বিজেপির একাধিক কর্মসূচিতে ডাকা হচ্ছে না। দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনের সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর থেকেই বিজেপি যথেষ্ট কঠোর। তাঁকে কিছুটা ব্রাত্য করেই রেখেছে দল।

610

শমীক রাজ্য সভাপতি হওয়ার পরে দলের পরিস্থিতি কিছুটা হলেও বদলাবে বলেও অনেকে মনে করেছিলেন। কিন্তু তেমন কোনও লক্ষ্মণ দেখা যায়নি। তবে দিলীপের অনুগামীরা আশাবাদী। এবার দিলীপ ঘোষের সামনে থেকে একের পর এক বাধা দূর হবে। দুজনেই আদি বিজেপি নেতা বলেও অনেকে দাবি করেছেন।

710

যদিও দলের একাংশের মতে সদ্যই রাজ্য সভাপতি হয়েছেন। এখনও পুরো দায়িত্ব গ্রহণ করেননি শমীক ভট্টাচার্য। কিছু দিনের মধ্যেই দলের রাশ নিজের হাতে নেবেন শমীক। তখনই দলের অনেক পরিবর্তন হবে।

810

বিজেপির একাংশের দাবি কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশ মেনেই দলের বড় কর্মসূচিতে ডাকা হচ্ছে না দিলীপ ঘোষকে। যদিও তিনি নিজের মত করে জনসংযোগ করছেন।

910

নিজের ছন্দে রয়েছেন দিলীপ ঘোষ। দলের বড় কর্মসূচিতে ডাক না পেলেও নিজের ছন্দে রয়েছেন দিলীপ ঘোষ। একের পর এক বিস্ফোরক মন্তব্য করছেন।

1010

জল্পনা দিলীপ ঘোষ নিজের নতুন দল করছেন। যদিও তিনি তা অস্বীকার করেছেন। কিন্তু জল্পনা হিন্দু সেনা নামে একটি দল তৈরি করবেন বিধানসভা নির্বাচনের আগেই।

Read more Photos on
click me!

Recommended Stories