বিজেপির টার্গেট শুধুই কট্টোর হিন্দু ভোট নয়, শহুরে মধ্যবিত্ত ভোটও বিজেপির টার্গেট। আর বিজেপিতে শমীকের পরিচয় শহুরে শিক্ষিত মধ্যবিত্ত হিসেবেই। বাংলার 'নাকউঁচু মধ্যবিত্ত' মানুষের কাছে পৌঁছানো কিন্তু শমীকের কাছে একটা বড় চ্যালেঞ্জ। কারণ এই ভোটের একটা বড় অংশ এখনও তৃণমূলের দখলে। বাকিটা বামেদের দখলে বলে মনে করছে অনেকে।