“নাইডু এবং নীতীশবাবুর মতো পাল্টিরাম দের উপর ভরসা করাই বেইমানি” বিস্ফোরক দিলীপ ঘোষ

“নাইডু এবং নীতীশবাবুর মতো পাল্টিরাম যাঁরা আছেন, তাঁদের উপর ভরসা করা মানেই বেইমানি” বিস্ফোরক দিলীপ ঘোষ

সদ্য নির্বাচনের ফলাফল বেরিয়েছে। লোকসভা ভোটে সবুজ ঝড় বয়ে গিয়েছে বঙ্গ জুড়ে। নির্বাচনের পরে এদিন ইকোপার্কে মর্নিংওয়াকে গিয়ে সাংবাদিকদের সামনাসামনি হলেন দিলীপ ঘোষ।

এই লোকসভায় বর্ধমান-দুর্গাপুর লোকসভাতে পরাজিত হয়েছেন দিলীপ ঘোষ। এদিন রাম মন্দির প্রসঙ্গে দিলীপ ঘোষ জানান,কেন অযোধ্যাতে রাম মন্দির স্থাপনের পরেও কেন বিজেপি জিতল?

Latest Videos

এর উত্তরে দিলীপ ঘোষ বলেন, " কারণটা পৌরাণিক। অযোধ্যার লোক সীতাকে বনবাসে পাঠিয়েছে , রামকে ছাড়েনি, মোদী কে? যোগী কে?

সঙ্গে তিনি যোগ করেন, নাইডু এবং নীতীশবাবুর মতো পাল্টিরাম যাঁরা আছেন, তাঁদের উপর ভরসা করা মানেই বেইমানি। বারবার ঠকতে হয়। এঁরা বিজেপির সাপোর্ট নিয়ে জিতে আসেন। তারপর বিজেপি ছেড়ে অন্যের সঙ্গে হাত মেলান। এটা দল দেখবে।"

দিলীপ ঘোষ আরও বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ বিশ্বাস করেন না।

এদিন সন্দেশখালি নিয়েও মুখ খোলেন দিলীপ ঘোষ। তিনি জানান, " সন্দেশখালি আন্দোলনটা রাজনৈতিক ছিল না। সাধারণ মানুষের আন্দোলন ছিল। পরে এটাকে বিজেপি টেক-আপ করে। তাঁদের ন্যায় দেওয়ার চেষ্টা

করে বিজেপি। এই আন্দোলন সারা দেশে নজির গড়েছিল। সন্দেশখালিতে কালও অত্যাচার হয়েছে। এরপর ওই মহিলারা ওখানে আর থাকতে পারবেন কি না জানি না। ওটা আমাদের পুরান গড়। ঘোরতর তৃণমূল জমানাতেও আমরা ওখানে ভালো ভোট পেতাম। কিন্তু সন্দেশখালিতে আরও ভাল রেজাল্ট হবে ভেবেছিলাম। হয়নি ৷"

Share this article
click me!

Latest Videos

PM Modi Live: মুম্বইয়ে ইসকন মন্দিরের উদ্বোধনে প্রধানমন্ত্রী মোদী, দেখুন সরাসরি
'কে মরল ওনার কি! স্বাস্থ্যমন্ত্রীর গোটা পরিবার বিদেশে চিকিৎসা করায়' তোপ শুভেন্দুর |Suvendu Adhikari
Baghajatin-এ চোখের সামনেই ধসে পড়লো আস্ত চারতলার ফ্ল্যাট! #shorts #shortsfeed #shortsviral
‘আপনার বাড়ির পাশেই জঙ্গি থাকে আপনি জানবেন না’ বিস্ফোরক মন্তব্য Agnimitra Paul-এর, দেখুন
North 24 Parganas News: ছবি তোলা নিয়ে বিবাদ! ছাত্রের চরম সিদ্ধান্তে আঁতকে উঠলো সবাই, চাঞ্চল্য এলাকায়