মোদীর সভায় লোক কম কেন? বেঙ্গালুরু থেকে ফিরে রীতিমত বোমা ফাটালেন দিলীপ ঘোষ

Published : Aug 25, 2025, 04:28 PM IST

বঙ্গ বিজেপির দাবাং নেতা দিলীপ ঘোষ। মোদীর সভায় ডাক পাননি। কিন্তু বেঙ্গালুরু থেকে ফিরেই ভিড় না হওয়ার কারণ জানিয়ে দিলেন। তোপ দাগেন শুভেন্দু অধিকারীদের। 

PREV
15
মোদীর সভা দমদমে

গত ২২ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা ছিল দমদমে। কিন্তু সেই সভায় তেমন ভিড় জমেনি। যা নিয়ে ইতিমধ্য়েই কাটা ছেঁড়া শুরু হয়েছে। বিজেপি সূত্রের খবর এই বিষয়ে প্রধানমন্ত্রীর দফতর থেকেও খোঁজ খবর নেওয়া শুরু হয়েছে। মোদীর সভায় বিজেপি নেতাদের অনুপস্থিতির কারণ নিয়ে জল ঘোলা হতে শুরু করেছে পদ্ম শিবিরে। এই বিষয়ে রীতিমত বিস্ফোরক মন্তব্য করেছেন দিলীপ ঘোষ।

25
'আমন্ত্রণহীন' দিলীপ

বঙ্গ বিজেপির সবথেকে সফল রাজ্য সভাপতি ছিলেন দিলীপ ঘোষ। তিনিও মোদীর সভায় ডাক পাননি। দুর্গাপুরে মোদীর সভায় নিজে থেকেই যাবেন বলেছিলেন। কিন্তু সেই দিনই তাঁকে ডেকে পাঠান হয়েছিল দিল্লিতে। তবে এবার দিলীপ মোদীর সভার দিনই চলে গিয়েছিলেন বেঙ্গালুরুতে ধর্মগুরু রবিশঙ্করের আশ্রমে। সেখান থেকে সদ্যই ফিরেছেন। আর তারপরই মোদীর সভায় ভিড় না হওয়ার কারণ নিয়ে রীতিমত বোমা ফাটিয়েছেন।

35
দিলীপের ব্যাখ্যা

দিলীপ ঘোষ বলেছেন, 'প্রধানমন্ত্রীর মঞ্চে কারা ছিলেন? ভালো করে দেখবেন, সবকটা দলবদলু। শুভেন্দু অধিকারী, তাপস রায়, অর্জুন সিং, সজল ঘোষ.... আর কটা নাম বলব! এঁরা বিজেপি? এঁদের দেখে মানুষ বিজেপিতে আসবেন? এদের বিরুদ্ধে লড়াই তো বিজেপি করেছিল। ফলে যা হওয়ার তা হয়েছে।'

45
দিলীপর বক্তব্য

এখানেই থেমে থাকেননি বঙ্গ বিজেপির দাবাং নেতা। তিনি বলেছেন, 'প্রধানমন্ত্রীর সভায় এত কম লোক! আমরা মিছিল মিটিং করলেও তো এর থেকে বেশি লোক হয়। প্রধানমন্ত্রীর সভায় যে ৫ হাজার লোক হবে তা ভাবাই যায় না। সেই জোশটাই নেই। এভাবে হয় নাকি!! '

55
২০২৬ সালে কী হবে?

২০২৬ সালে বিজেপি বিধানসভা নির্বাচনে কতটা সুবিধে পাবে- সেই প্রশ্নেরও উত্তর দিয়েছেন দিলীপ ঘোষ তিনি বলেছেন, 'খুব খারাপ, খুব খারাপ। লড়াইটা হতে চলেছে ২০২১ -এর আশন ধরে রাখার লড়াই। সেটাও এখন দূর অস্ত মনে হচ্চে।' তবে তিনি স্পষ্ট করে জানিয়েছে আপাতত দল ছাড়ার কোনও সিদ্ধান্ত নেই। তিনি বলেছেন দল যে কাজ দেবে তাই তিনি করবেন। তবে রোজই তাঁর বিভিন্ন কর্মসূচি থাকে।

Read more Photos on
click me!

Recommended Stories