দিলীপ ঘোষ বলেছেন, 'প্রধানমন্ত্রীর মঞ্চে কারা ছিলেন? ভালো করে দেখবেন, সবকটা দলবদলু। শুভেন্দু অধিকারী, তাপস রায়, অর্জুন সিং, সজল ঘোষ.... আর কটা নাম বলব! এঁরা বিজেপি? এঁদের দেখে মানুষ বিজেপিতে আসবেন? এদের বিরুদ্ধে লড়াই তো বিজেপি করেছিল। ফলে যা হওয়ার তা হয়েছে।'